সাহিত্য

যে ঈদ সুখের, যে ঈদ শোকের

যে ঈদ সুখের, যে ঈদ শোকের

পুরো পৃথিবীতে এক অদ্ভুত রাত নেমে এসেছে
সূর্যোদয়ের দেখা নেই
অথচ এতটা দীর্ঘসময় ধরে
রাত্রির সাথে বসবাসের অভ্যাস আমাদের নেই,
আমাদের জানা নেই কিভাবে এতটা সময়
অন্ধকারের সাথে বন্ধুত্ব করে কাটিয়ে দিতে হয়‍।
আমরা তো বৈচিত্র্যে অভ্যস্ত- ঠিক যেভাবে তুমি দ্রুত দৃশ্যপট বদলাতে..

আমরা ঋতুপরিবর্তনের কথা বলছি না,
বলছিনা পাখির ডাক হারিয়ে ফেলার কথা,
কিংবা সমুদ্র কেন নীরবতার সঙ্গীতে মগ্ন
আমরা আকাশের কথা বলছি না,
বৃষ্টির কথা বলছি না,
আমরা আমাদের ব্যথার কথা বলছি,
বেদনার কথা বলছি,
যে নদী থেমে গেছে হঠাৎ- তার কথা বলছি...
আমরা ক্লান্তির কথা বলছি,

আমরা দেখছি, কিভাবে চোখের পলকে হারিয়ে যাচ্ছে আশ্রয়
দেখছি- আর্ত-অসহায় চোখ আর সঙ্গী হারানোর ভয়‍।

আমরা তাই প্রার্থনার কথা বলছি
প্রশান্তির কথা বলছি
বলছি, আমাদের অপারগতার কথা

মৃত্যুর এ মিছিলে আমরা লাশ গুণে গুণে আজ ক্লান্ত
কোন যুদ্ধ নেই, গোলাবারুদ নেই
এক অদৃশ্য জীবাণুর ভয়ে সব সন্ত্রস্ত‍।
কিন্তু এভাবে আর কতদিন?
বলো এভাবে কি কিছু হয়?

আমাদের দীর্ঘ প্রতীক্ষা ও সংযম শেষে খুশির চাঁদ নেমে এলো
তবু দু-চোখে লেপ্টে আছে প্রিয় হারানোর শোক‍।

হৃদয়ের অব্যক্ত বর্ণমালা নিয়ে আমরা তাই তোমার কাছে লুটিয়ে পড়েছি
আমরা বলছি, 'আর পারছি না, পারছি না ইয়া রব
তুমি এবার বদলে দাও সব‍।'

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)