পরিশুদ্ধির প্রেমময় রাত
...
এগারোটি অন্ধকারের সিঁড়ি মাড়িয়ে
চিন্তারা নেমে এলো সবুজ চেতনা নিয়ে
চাষাবাদহীন অনুর্বর বুকের জমিনে….
চমকে উঠা ভোরের মতো আমাকেও
ডেকে গেল, ডেকে গেল পবিত্রতম মিছিলে।
বোধ ও বিবেকের আলসেমি ঘুম ভেঙ্গে
সবুজ আঙিনা জুড়ে শিশিরের কোলাহল
আর স্লোগানে স্লোগানে নাকি
রাত্রি থেমে যাবে সুবহে সাদিকের
কোল ঘেঁষে!
নির্ঘুম অভিজাত রাতের প্রহরে
তুমি-আমি যাব না কি পাপের নগরী ছেড়ে?
যেখানে আলো এসে মিশে গেছে
কাঙ্ক্ষিত ছায়া রোদ্দুরে…
পুনরাবৃত্তির একঘেয়েমি কেটে কেটে
প্রাত্যহিক প্রার্থনায় জেগে উঠবো না কি
পরিশুদ্ধির প্রেমময় রাতে?
নিশাচর পাখি হয়ে জিকিরের জলস্রোতে
বিলীন হবো তবে সওয়াবের সমুদ্দুরে
নেমে এলো রমজান পৃথিবীর বুকে
বন্ধনে মানবিক যোগসূত্র গড়ে
ঈমানের শেকলে বেঁধে অনন্ত বসিয়ে রাখে,
নেমে এলো পবিত্রতম রজনী
তাকওয়ার জোনাকি আলো নিয়ে
ঈমানের চাষাবাদে ইহসানের ফসল উঠুক বেড়ে।
(কাব্যগ্রন্থ : ইহতিসাবের পত্র দিও)

চালতা পাতার রূপ
...
ছিড়তে গিয়ে গাছের পাতা
হাত বাড়ালাম আজ
ছিড়বো কি আর পাতায় দেখি
নিপুন কারুকাজ
সবুজ পাতার শরীর জুড়ে
আঁকাবাঁকা ঢেউ
রূপের ছোঁয়ায় দারুন সাজ
টের পেয়েছে কেউ?
হাজার গাছে হাজার পাতা
নানান তাহার রূপ
ঐ পাতাটিই আমার মনে
দাগ কেঁটেছে খুব
কে এঁকেছে সবুজ পাতা
পাতার আঁড়ে ফুল
সবার সেরা শিল্পী তিনি
সব কাজে নির্ভুল!
('আমার ভীষণ চঞ্চলা মন' ছড়াগ্রন্থ থেকে)
বই দুটো পাওয়া যাচ্ছে ঢাকা বইমেলায় পরিবার পাবলিকেশন্সের স্টলে (২১৩)। এছাড়া ঘরে বসে বিকাশে টাকা দিয়ে কুরিয়ারে সংগ্রহ করা যাবে। যোগাযোগ : 01925331354
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)