বিবিধ

স্বপ্ন ফিরে আসা

স্বপ্ন ফিরে আসা
স্বপ্ন দেখার সাহস সহসা আর হয়না। চোখের সামনে সেটে থাকা ছবিটা স্বপ্ন দেখাকে তাড়িয়ে দেয়। সমস্ত শক্তি দিয়ে ছবিটাকে যখন হঠিয়ে দেই চোখের সামনে থেকে, তখন একটু সময়ের জন্য সাহসের নদীতে সাঁতার কাটতে বেরিয়ে যাই। আবে জমজম ছুঁয়ে মনের বাড়িটাকে সতেজ করি, স্বপ্ন থাকার জায়গা বানাই, তার পর ফিরে আসি। সেই সাথে চোখের সামনে ছবিটাও আবার সেঁটে যায়। কিন্তু আমি স্বপ্ন বিভোর হয়ে থাকি। আমার আর স্বপ্নের মাঝে ছবিটা আর বাঁধা হয়ে দাড়াতে পারেনা। আমি স্বপ্ন বিভোর হয়ে থাকি। বিভোর আমাকে হাত ধরে কে যেনো স্বপ্নে দেখা মেঠো পথটায় নিয়ে যায়। আমি ছুঁয়ে দেখতে থাকি সে পথের ঘাস, নুড়ি দমকা হাওয়ায় ছবিটা সরে যায়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন