বিবিধ

একটা মেয়ে যেমন

একটা মেয়ে যেমন
ccccc আমি যখন ছোট্ট মেয়ে মাত্র এলাম ভবে চুপি চুপি আরশ ছায়ায় প্রভুর সাথে হাত মিলালাম যবে, ঘাস গালিচায় নরম হাওয়ায় ইয়াব্বড় এক বাগান নিলাম আব্বু যেথায় রবে। ছোট্ট আমি সেই মেয়েটা একটু যখন বড়ো অনেক কিছু বুঝতে পারি পড়তে পারি গল্প ছড়া আম্মু বলেন পড়ো। দেখলে খারাপ মারছি ঝাড়ি কিংবা কোমল গলায় বলি ভালো জীবন গড়ো। এমন করেই আব্বু মায়ের মুখে ফোটাই হাসি আর সেই বাগানে আল্লাহ তখন মায়ায় ভরে ফুটিয়ে রাখেন পুষ্প রাশি রাশি। রহম ঝরে আরশ থেকে যখন বাড়ি জুড়ে সুখের পরশ বাজায় মনের বাঁশি। একটা সময় নতুন মানুষ নতুন নতুন ঘর দুচোখ ভরে স্বপ্ন নিয়ে আঁকছি কত রঙ বিশ্বাসের এক বাগান বানাই চষে বালির চর, এগিয়ে চলি পেছন ফেলে সব মরিচা জং স্বপ্নসাথীর হাতটি ধরে বিশ্বাসে দেই ভর। চলতে পথে কোমল বাবুই পাখি কিচির মিচির গান ধরেছে দেখছি মেলে আঁখি, জান্নাত তার দেই গুছিয়ে হাতটি ধরে রাখি। তারপরে সেই দিনটি যেদিন এলো লেনা দেনার পাঠ চুকিয়ে ভাবছি বসে রেখে আসা বাগান কেমন হলো, যেই বাগানে থাকবো আবার আব্বু বাবু সঙ্গী সহ এসে। মুচকি হেসে বলল প্রভু দেখবে এবার চলো মিষ্টি হেসে রওনা হলাম থাকবো যেথায় সবাই খেলে হেসে। শুকরিয়াহ ও রব এই মেয়েকে এত্ত ভালোবাসো! এই এ হাতেই দিচ্ছো ঢেলে সব অঢেল মায়ার সুর ঝরিয়ে হাসো এমন করে ভালোবাসা কি করে সম্ভব! শুকরিয়াহ ও রব্ব!!! ছন্নছাড়া কবিতার মেয়েটার মত এতো ভালো মেয়ে মোটেও নই। কাল নারী দিবস। দিবসটাকে সামনে রেখে একটা মেয়ে বাবু, মেয়ে সন্তান, বোন, স্ত্রী, মা, মানুষ গড়ার কারিগরের প্রতি আল্লাহ রাব্বুল আলামীনের দেয়া অমুল্য মর্যাদা সম্মানটা নতশিরে স্মরণ করার করাবার একটা পাগলাটে প্রচেষ্টা :) ।   [email protected]

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন