উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

নুসরাত হ...র বিচার চাই!

নুসরাত হ...র বিচার চাই!

আমি এই অন্যায়ের প্রতিবাদ করেই যাবো। আমার জীবন থাকতে যে অন্যায় মাদ্রাসার প্রিন্সিপাল আমার সঙ্গে করেছেন, জীবন থাকতে সে অন্যায়ের সঙ্গে আপস করবো না'..

আপস করেনি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। অন্যায়ের প্রতিবাদ করায় কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পরও শেষ নিশ্বাস পর্যন্ত শাস্তি চেয়ে আকুতি জানিয়েছে  নুসরাত। নুসরাত বলেছিলোঃ

শোন_ভাই,আমি মনে হয় আর বাঁচবো না। যদি আমার কিছু একটা হয়ে যায়, মায়ের দিকে খেয়াল রাখবি। আর তোর প্রতি আমার নির্দেশ, আদেশ, আকুতি, অনুরোধ, আমাকে হ... করার এই ঘটনার জন্য যারা দায়ী, সেই মাদ্রাসার শিক্ষক গং যেন কোনো ভাবেই ছাড় না পায়। সঠিক বিচার যেন তার হয়, সেদিকে খেয়াল রাখবি’ । আমি বিচার চাই। আমি বিচার চাই।

মৃত্যুর পূর্ব পর্যন্ত লড়াই করে চলে গিয়েছে নুসরাত। এ মৃত্যুর মাধ্যমে এ সমাজ এবং সিরাজুদ্দৌলার মতো ব্যক্তিদের কাছে হেরে গিয়েছে মানবতা...

আমরা এ হ...কাণ্ডে শোকাহত! এর সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। দ্রুত বিচারের আওতায় এনে অপরাধীকে ফাঁসি দেওয়া হোক...


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
তিনকোণা শত্রু

তিনকোণা শত্রু

Women Express

৪ এপ্রিল ২০২৩

So, if you wishing...

So, if you wishing...

Women Express

১৫ মার্চ ২০২৩

আবেশ

আবেশ

Women Express

৬ ফেব্রুয়ারী ২০২৩