সাহিত্য

ভালবাসা অর্থ কি? (৩য় পর্ব)

ভালবাসা অর্থ কি? (৩য় পর্ব)
(আবান)ঠিক আছে ওটা পয়েন্ট না হয় বাদ দিলাম।ভার্সিটির দুই ফেন্ডের সাথে মিট হল। কিছুক্ষণ কুশল বিনিময়ের পর জানলাম একজন ভাসির্টির টিচার আরেকজন ব্যাংকার।আমি ওদেরকে অভিনন্দন জানালাম।মুল ঘটনা শুনলে ত তুমি থ বনে যাবা ব্যাংকার বলল,বিদেশ থেকে ত পিএইসডি করে আসলি।এখন ত বিয়ে করবি।একটা অফার দেই।আমার ছোটবোনকে কর সুন্দর পাশাপাশি দোতলা একটা বাড়ি আছে ওর নামে সেটাও তোর হয়ে গেল। আমি ত বোবা হয়ে গেলাম।কষ্ট করে মুখে হাসি টেনে বললাম এখন ভাবিনি কি যে করা যায় আরেকটু ভাবি।ও চলে যাবার পর টিচার সাহেব বলে কি শোন,আরে ও ত ছোটলোক তোকে টাকা দিয়ে কিনতে চাচ্ছে।তুই বরং আমার শালীকে দেখতে পারিস।তোর ত পছন্দের একটা ব্যাপার আছে।অপ্সরীর মত সুন্দরী।আর যদি এদেশে থাকতে চাস।তাহলে ভার্সিটিতে চাইলেই তোকে ঢোকাতে পারব। ভেবে দেখ সামনা সামনি কত গলাগলি করে কথা বলছিল ওরা,তারায় পিছনে স্বার্থের কারণে আরেকজন অপর জনকে অপমান করছে।আম্মু তুমি হাসতে পারছ এই ঘটনা শুনে।আমার ত মাথার চান্দি গরম হয়ে গিয়েছে। (আম্মু)আর কিছু? (আবান)এটা শুনলে তুমি হাসতেও ভুলে যাবে।এরপর বাসার গেট পেরিয়ে মাথা নিচু করে উপরে উঠব।হঠাত্‍ একটা বাচ্চার কন্ঠ শুনে ঘাড় ঘুরালাম।হেসে সালাম দিলাম ছোট্ট মেয়েটা ত সালামের উত্তর দিল না বরং বলে হায় স্মার্টবয় তুমি কি বিদেশ থেকে আসা চার তলার আবান। কষ্ট করে হাসি ধরে রেখে বললাম হ্যা আমি। পিচ্চি বলে উঠল,তোমার কয়টা গার্ল ফেন্ড। মা এ কথা শুনার সঙ্গে বাজ পড়ল মাথায়।বললাম তোমার আছে নাকি। ঐ বলে আমার চার চারটা বয়ফেন্ড।শেষে কষ্ট করে প্রশ্ন করলাম কোন ক্লাসে পড়? বলেঃ টুতে। ভাবছ এদেশে থাকলে আমার পরবর্তী প্রজন্মের কি হবে?আমি বাইরেই চলে যাব। (আম্মু)হাসতে হাসতে বলল ঠিক আছে অনেক ঘটনা ঘটেছে তোর সাথে আগে খাওয়া দাওয়া করি পরে না হয় বিদেশ চলে যাস। প্রচন্ড ক্ষুধার্ত আমি।অনেক বক বক করলি তোর পেয়েছে| এখন ওঠ খেতে বসি.. (চলবে) ইনশাআল্লাহ

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)