সাহিত্য

ভালবাসার অর্থ কি? (২য় পর্ব)

ভালবাসার অর্থ কি? (২য় পর্ব)
- (আম্মু)হ্যা তুই ত পিএইসডি করে এসেও ছোট আছিস।তোর কাপড়গুলো ধুয়ে পরিস্কার করলাম।তবে খুব অবাক হয়েছি এত পরিস্কার কেন তোর কাপড়। (আবান)অবাক হওয়ার কিছু নেই সব ত ধুয়ে রেখেছিলাম।আম্মু আমি রান্নাও চমত্‍কার পারি একদিক রেধে খাওয়াবো।দাও এখন আমার কাপড় দাও। (আম্মু)দাড়া আনছি। আবান খুতবা শোনার জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে চলে গেল মসজিদে। খুতবা শুনে নামায শেষে কয়েকজন বন্ধুদের সাথে সাক্ষাত্‍ করে একটু দেরিতে বাসায় ফেরে।মন খুব বিষণ্ন।এক সমুদ্র অভিমান আর প্রশ্ন। ঘরে ঢুকেই মায়ের কাছে বসে পড়ে।মা নামাযে মগ্ন। তার মা ছোট্টবেলা থেকে একজন উত্তম শিক্ষক তার বন্ধু, পাশে বসেই সে খুটিয়ে খুটিয়ে ভাবছে আম্মুর মাঝে পাঁচটি ব্যক্তিত্ব সে পেয়েছে আল্লাহ ভীরুতা, ঈমান, সুন্নাহ জানা আর মানার চেষ্টা, দুনিয়াবী মোহ শূন্যতা আর মেধা। (আম্মু)চল বাবা।অনেক ক্ষুধা লেগেছে খেতে চল। (আবান)একটু বসবে মা।আমার মন খুব ভারাক্রান্ত।ভাবছি বিদেশেই চলে যাব আবার।এদেশে ত মান সন্মান নিয়ে ঈমানের উপর দৃঢ়ভাবে চলা কঠিন। (আম্মু)মুছকি হাসি হেসে মা বলল,ঠিক আছে বাবা তোকে কেউ বাধা দিবে না।অভিযোগ কি তোর?(আবান)হু।অনেক অভিযোগ।ইমাম খুতবা দিচ্ছেন কিন্তু অধিকাংশ মানুষ বুঝতে পারছেনা।আমিও পারিনি। বল তুমি সমাজে পরিবর্তন আসবে কি করে।তারপর কি সর্বনাশ আসার সময় দেখলাম গুটি কয়েক লোক বাইয়্যিয়াতের নামে মুরিদ হচ্ছে আবার ঐ হুজুরের পায়ের কাছে মাথা নত করছে।ভাবছ, হুজুর মানুষজনকে মাজারে যেতে উত্‍সাহ দিচ্ছে। (আম্মু)হুজুর সম্পর্কে অভিযোগ শেষ তোর।আর শুনতে ভাল লাগছে না।আর নতুন কোন ঘটনা। (চলবে) ইনশাআল্লাহ

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)