সাহিত্য

ভালবাসা অর্থ কি? ১ম পর্ব

ভালবাসা অর্থ কি? ১ম পর্ব
আজ শুক্রবার। ঝিরঝিরি ইলশে গুড়ি হচ্ছে ভোর থেকে।প্রকৃতির খুব মন খারাপ! তাতে কিবা যায় আসে আবানের ওর কাছে ত দুনিয়াবী সবচেয়ে পছন্দের নিয়ামতপূর্ণ একটা সময় এই মুহূর্ত্বটি। খুব উপভোগ করে সে বর্ষাবেলা। ঘন্টার পর ঘন্টা বারান্দায়, গ্রিলে পা দিয়ে চেয়ারে বসে এই অপরূপ প্রকৃতির দিকে তাকিয়ে গভীর মগ্নে চিন্তা করে কত কি?পুরো জীবনকে ঘুরিয়ে পেচিয়ে রিকল করে মনে মনে আর ভুলগুলোকে কারেন্টজালে আটকে ফেলে। আর ঠিক এই মুহুর্ত্বে যদি ধোয়া উড়ানো কেউ এক কাপ চা এনে দেয়, তো তার জন্য দিল খুলে দোয়া করতে মন চায়। ঠিক এই মুহুর্ত্বে কেমন করে মা সন্তানের মন বুঝে? আবান মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করছে আপন মনে টেরও পাচ্ছে না মা, প্রকৃতি দেখছে আর তার প্রিয় রং চায়ে চুমুক দিচ্ছে।স্রষ্টার সাথে সৃষ্টির গভীর বন্ধন তার হৃদয়কে দোলা দেয় বার বার। হঠাত্‍ লাফ দিয়ে ওঠে আরে আজ ত শুক্রবার।দ্রুত গোসল সারতে হবে দেরি না করে নামাযে গিয়ে পুরো খুতবা শুনবে সে।বাংলাদেশ আর মিশরের খুতবার পার্থক্য ধরতে চায় ও। (আবান)আম্মু আমার কাপড়গুলো কোথায়... ল্যাগেজে খুজে পাচ্ছি না যে।আম্মুও.... (আম্মু)কি ব্যাপার? হল কি তোর।এখনও তুই ছোট্ট বালকের মত চিত্‍কার করিস। (আবান)আমি ত ছোট্ট বালকেই আছি আম্মু।এখন বল আমার কাপড় চোপড় কই? নামাযে যাব। (চলবে) "ভালবাসার অর্থ অন্ধ আবেগবোধ নয় বরং দায়িত্ববোধ" ইনশাআল্লাহ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)