সাহিত্য

এ আমার দেশ...

এ আমার দেশ...
এক খন্ড সূর্য আমি বাংলার মানচিত্র এক খন্ড আলো আমি বাংলাদেশ।। ভালবাসায় ঢাকা গান গল্পে আঁকা এ আমার দেশ বাংলাদেশ।। যেখানে দারিদ্রের চোখে জল যেখানে পেটে ক্ষুধা হাহাকার না শোনা শব্দের অজস্র চিত্‍কার যেখানে মজুরের রক্তে ভেজা রাজপথ এ আমার দেশ বাংলাদেশ।। কোটি কোটি টাকা ব্যয় পাশে বসা দারিদ্র কাতরায় শ্রমিকের হাহাকার চারিদিকে শোনা যায় এ আমার দেশ বাংলাদেশ।। যেখানে কন্ঠে আমার মাতৃভাষা যেখানে হৃদয় জুড়ে স্বপ্ন আশা যদিও কন্ঠ থেমে থাকে অন্যায় দেখে যদিও কন্ঠ থেমে থাকে দূর্ণীতি দেখে এখনই কন্ঠ খোলার সময় প্রতিবাদী কন্ঠ হয়ে হৃদয় খুলে আসুন শক্ত হাতে বাংলাকে গড়ি আসুন এক হয়ে যাই আসুন শ্রমিকের পাশে দাড়াই আসুন নতুন বিশ্বরেকড গড়ি বাংলায় সারা বিশ্বকে জানাই প্রশান্তি ঢাকা এ আমার দেশ বাংলাদেশ।।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)