সাহিত্য

স্বাধীনতা এক রক্ত স্রোতের নাম

স্বাধীনতা এক রক্ত স্রোতের নাম

স্বাধীনতা!

এক রক্ত স্রোতের নাম,
যে রক্তে বলি হয়েছিলো বাংলা মায়ের শত-সহস্র প্রাণ।

আজও কানে বাজে সেই অসহায় মানুষের চিৎকার,
রাতের আঁধারে যারা হয়েছিলো হায়েনার শিকার।

ভায়ের, মায়ের, বাবার রক্তে ভিজেছে এ মাটি, আমার বোনকে থাকতে দেয়নি তারা খাঁটি!

রক্ষা পায়নি অসহায় নারী সখিনা বিবি, রক্তের স্রোতে ভিজেছে খোকার বুক পকেটের চিঠি।

দেশের শত্রু রুখতে বাংলার সন্তানেরা করেনি কো আপোষ, তাই তো হয়েছি স্বাধীন!

পেয়েছি আজ স্বাধীনতা দিবস।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)