বিবিধ

বিয়োগ

বিয়োগ

সেই যে তুমি হারিয়ে গেলে যখন দুপুর গড়িয়ে
বিকেলের আয়োজন চলছে,
আমি এখনো তন্দ্রাচ্ছন্ন হয়ে আছি সত্যিই তুমি হারিয়ে গেছো?
নাহ! এখনও হৃদয়ের মাঝে আছো আয়নার মতো।

বাহিরে এখন প্রচুর শীত সাথে শিশিরের টুপটাপ শব্দ,
আর তুমি! এখনও হয়ে আছো নিস্তব্ধ।

আচ্ছা তুমি না বানাতে পাটিসাপ্টা এমন শীতের সকালে?
ধোঁয়া ওঠা সে পিঠার সাধ নিতাম আমরা কম্বলটা
জড়িয়ে।
এখনও কি বানাও? যার তারিফ সকলের মুখে মুখে,
তোমার ছেলেটাও বলে আর মন খারাপ করে।

আচ্ছা বলতে পারো তোমার সাথে আমার শেষ
দেখা হয়েছিল কোথায়?
বলতে পারছনা! দাড়াঁও আমি বলছি.... হসপিটাল থেকে
স্ট্রেরেচারের এক পাশ ধরে যখন তোমায়
এ্যাম্বুলেন্সে তুলছিলাম অসুস্থ বলে আম্মু আর
ছোট মামা ধরতে দিচ্ছিলনা,
কিন্তু মোহ গ্রস্তের মত আমি স্ট্রেচার বহন করে তোমায় শেষবারের মত এ্যাম্বুলেন্সে তুলেদিলাম।
ওটাই ছিল তোমার সাথে আমার শেষ দেখা।

ছোট থেকে যার সান্নিধ্য পেয়েছি সবচেয়ে বেশি,
সে তুমি।
বই পড়ার প্রেরণা পেয়েছি যার কাছ থেকে সেও
তুমি।
এতটা করলে, এতটা শিখালে,
অথচ বিনিময়ে তোমার জন্য পারলামনা কিছুই করতে।

নানু, ভালো থেকো চাঁদের দেশে....

৩০/১২/১৬


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ