নোটিশ বোর্ড

উইমেন এক্সপ্রেস ব্লগের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী

উইমেন এক্সপ্রেস ব্লগের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী
২০১৪ সালের ৮ মার্চ উইমেন এক্সপ্রেস ব্লগের যাত্রা শুরু হয়েছিলো। সকল ব্লগার, পাঠক-পাঠিকা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ও সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা চতুর্থ বছরে পা দিয়েছি। উইমেন এক্সপ্রেস পরিবারের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ব্লগের টেকনিকাল সমস্যাগুলোর সমাধান করে ব্লগ সেজেছে নতুনভাবে। বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও আপনারা সব সময় ব্লগকে ভালোবেসে পাশে ছিলেন। এ অধিকার থেকেই আপনাদের কাছে অনুরোধ ব্লগকে সাজাতে নিন্মোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন। ১। ব্লগ নতুন করে সাজানোর ফলে পূর্বের আপলোড করা প্রোফাইল পিকচারগুলো শো করছে না। তাই নতুন করে আপনার একাউন্টের প্রোফাইল পিকচার ও কভার ফটো আপলোড করুন। ২। আপনি যে নামে পরিচিত হতে চান তা ইংরেজীতে দেয়া থাকলে পরিবর্তন করে বাংলায় লিখে দিন। পরিবর্তনের জন্য লগ ইন করার পর "প্রোফাইল সম্পাদনা" অপশনটি দিয়ে কাজটি সম্পন্ন করুন। ৩। পূর্বের পাসওয়ার্ড কাজ না করলে "পাসওয়ার্ড ভুলে গেছেন" অপশনে ক্লিক করে নির্দেশনা অনুযায়ী নতুন পাসওয়ার্ড দিন। অথবা আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ পাঠান। ৪। ব্লগে লেখা পোস্ট করার সময় Featured Image অপশনে যেয়ে পোস্টের সাথে সামঞ্জস্য রেখে একটি ছবি এড করে দেয়ার চেষ্টা করবেন। ৫। ব্লগিং করার সময় যেকোন সমস্যার মুখোমুখি হলে এ পোস্টে কমেন্ট করতে পারেন। অথবা আমাদের ফেসবুক পেইজে ইনবক্স করুন। (https://www.facebook.com/Women-Express-674802255919606/) ৬। ব্লগ সম্পর্কে সকলের মতামত, পরামর্শ ও অনুভূতি জানিয়ে ব্লগকে সমৃদ্ধ করতে সহায়তা করুন। উইমেন এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো এক্সেকিউটিভ টিম মেম্বার ও মডারেটরদের প্রতি... যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আমরা এগিয়ে চলছি... আমাদের সকলের সক্রিয় উপস্থিতি ও লেখনীর মাধ্যমে সরব ও প্রাণবন্ত হোক আমাদের ব্লগ। ভালো থাকুন সব সময়...

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
তিনকোণা শত্রু

তিনকোণা শত্রু

Women Express

৪ এপ্রিল ২০২৩

So, if you wishing...

So, if you wishing...

Women Express

১৫ মার্চ ২০২৩

আবেশ

আবেশ

Women Express

৬ ফেব্রুয়ারী ২০২৩