এবারের আবহাওয়াটা যেন কেমন! না বর্ষা, না শরৎ, না হেমন্ত। কি দিয়ে শুভেচ্ছা জানাই ভেবে পাচ্ছি না।
যা হোক, রোদের দাবদাহে আর রাস্তায়, ধানক্ষেতে হাঁটুপানির মধ্য দিয়েও লেখার পোকা যাদের মাথায় অবিরাম কিলবিল করে চলে, তাঁরাই এই ব্লগকে সচল রেখেছেন। আপনাদের জন্য উইমেন এক্সপ্রেস করতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি আয়োজন।
ব্লগার থেকে লেখক হওয়ার স্বপ্নের প্রথম ধাপ হিসেবে উইমেন এক্সপ্রেসে প্রকাশিত আপনার লেখা দিয়ে বের হতে যাচ্ছে উইমেন এক্সপ্রেসের প্রথম ম্যগাজিন। ছাপার অক্ষরে নিজের নাম দেখতে চান? ঝটপট বেছে ফেলুন আপনার সেরা লেখাটি, আর সেটার ব্লগলিঙ্ক পাঠিয়ে দিন [email protected] এই ঠিকানায় কিংবা আমাদের ফেসবুক পেইজের (https://goo.gl/T8Cqtd) ইনবক্সে। মনে রাখবেন, আপনি লেখাটি নয়, পাঠাবেন ব্লগের লিঙ্ক।
যে কয়েকটি পয়েন্ট মনে রাখলে আপনার লেখা বাছাইয়ে সুবিধা হবে, উইমেন এক্সপ্রেস রিসার্চ টিম সেগুলো নিচে জানিয়ে দিচ্ছেঃ
১। ম্যাগাজিন একটি সংরক্ষণযোগ্য প্রকাশনা, সুতরাং এর লেখাগুলোতে সেই মেজাজ রাখার চেষ্টা করবেন।
২। আপনার লেখা পাঠানোর সময় আপনার একটি সংক্ষিপ্ত পরিচিতি যোগ করুন, আপনি যে নামে লেখাটি ছাপার অক্ষরে দেখতে চান সেটাও উল্লেখ করুন। আপনি একাধিক লেখাও পাঠাতে পারেন।
৩। সম্মানিত লেখিকাদেরকে ব্লগের পক্ষ থেকে সম্মানী দেয়া হবে।
৪। লেখা বাছাই, ছাপা এবং সংশ্লিষ্ট সকল বিষয়ে ব্লগ কতৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
৫। লেখা পাঠানোর শেষ তারিখ আগামী ২ অক্টোবর।
তো, আর দেরী কেন? হাতের কাজ সেরে বসে যান আজই। খুঁজে বের করুন আপনার সেরা লেখাটি, কালের বক্ষে অক্ষয় হয়ে থাকার জন্য যে লেখাটি আপনি সাজিয়েছিলেন। আমাদের কাছে পৌঁছে দিন দ্রুত।
আর, ভালো থাকুন নিরন্তর!
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)