সাহিত্য

পথশিশু

পথশিশু

তোরা পথের শিশু, পথেই তোদের বাস।

পথ যে তোদের আপন বড়, পথেই তোরা খাস।

শস্য-শ্যামল এই দেশের মাঝে, জোটেনা তোদের দু'বেলা অন্ন।

যেথায় গিয়েই পাতিস দু'হাত, অবহেলা আর চড়, থাপ্পড় বরাদ্দ থাকে তোদের জন্য।

হৃদয়বান কোন লোক যদিও দিতে চায় তোদের সম্মান,

দেশের মাথারা তোদের দুঃখ দেখেও করে না দেখার ভাঁন।

আমি চাই তোরা আবার ওমরের শাসন ফিরেপা,

জীবন সংগ্রামে অধিকার রক্ষায় হইসনা তোরা পিছপা।

তোদের এই অনাদর-অবহেলার জন্য দায়ী যে,

পাবেনা প্রভুর কাছে ক্ষমা যে।

হে খোদা  দাও আমায় এমন শক্তি,

এই সব পথশিশুদের যেন দুঃখের সাগর থেকে দিতে পারি মুক্তি।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)