সাহিত্য

আইনের স্বরূপ

আইনের স্বরূপ

আইন চলে টাকার তোড়ে
আইন চলে নেতার জোরে
আইন চলে ক্ষমতায়
নাই টাকার তোড়,
নাই নেতার জোর
তাহলে আইন চাস কোন শালায়!

সব আধুনিক যুগের ছোঁয়ায়
আইনেরও তাই!
তাই তো খু...ি জেলখানাতে জামাই আদর পায়
বাইরেও নাকি এত আরাম নাই!

আইন হলো ভাই এমন জিনিস
অপরাধ করে ফিনিস!
হে হে! কিন্তু খু...ির হয় না সাজা,
অথচ নির্দোষীর আচ্ছামত ভাঙ্গে মাজা!

আইন থেকে পাবে রেহাই
দামি যুক্তি দিলে,
চিন্তা কি ভাই!
আদালতের পাশেই অনেক; দামি যুক্তি মিলে!

০২/০২/১৮


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)