পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )

শাসন বনাম অনুশাসন

শাসন বনাম অনুশাসন

কারো বাসায় বেড়াতে গেলে বা কেউ বেড়াতে আসলে প্রায়ই কোমলমতি কিছু শিশুদের পাওয়া যায়।একেক শিশু স্বভাবতই একেকরকম হয়।
কিছু বাচ্চাকে দেখা যায় মেহমান দেখলে বা কারো বাসায় বেড়াতে গেলে খাবারের টেবিলের কাছে আসতেই লজ্জা পায়,কিছু আছে যারা লজ্জা পায়না বরং তার আশেপাশে ঘুরাঘুরি করে মায়ের ইতিবাচক সাড়া চায়,আবার কেউ কেউ কোন কিছুকে তোয়াক্কা না করে টেবিলে বসে খাওয়া শুরু করে দেয়।
এদের মধ্যে ঠিক কোন মডেলটা ভালো এটা বলা মুশকিল। যথারীতি একেক মায়েদের একেকটা মডেল পছন্দ হতে পারে।
খাবারের টেবিলে বা অন্য কারো সামনে কেমন আচরন হবে তা নির্ভর করছে শাসন এবং অনুশাসনের উপর।
বাবা-মা বাচ্চার আচরন নিয়ে উদাসীন হলে সচরাচর তারা মেনার শিখে না।ফলে অনেক সময়ই মেহমানের সামনে লজ্জিত হতে হয় মায়েদের।
আবার বেশি শাসন মানেই ভীতি।সুতরাং বাচ্চার খেতে ইচ্ছে করছে কিন্তু ভয়ে কিছু নিচ্ছে না,কেউ শাধলেও মায়ের দিকে বারবার তাকাচ্ছে।এখানেও ইমবেরাস হতে হয় মায়েদের।
আর যেখানে অনুশাসন থাকছে অর্থাৎ বাচ্চার আচরন কেমন হবে তা গঠনমূলক ভাবে বাবা-মা বুঝিয়ে দিচ্ছেন সেখানে তারা খাবার টেবিলে একটু লাজুক থাকে,তবে তাদের কিছু দিলে তারা গ্রহন করে ।এরকম বাচ্চারা সচরাচর আদর পেয়ে থাকে খুব।
আর ভীতু বাচ্চারা পায় করুনা।আর যারা খাবার টেবিলের আদবটাই রপ্ত করতে পারেনা সাধারনত তাদের উপর মানুষ বিরক্ত প্রকাশ করে থাকে।

সুতরাং, আপনার শিশুকে শাসন করবেন কিনা অনুশাসন শিখাবেন তা আপনাকেই ঠিক করতে হবে।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
আমার ডিভাইস ভাবনা

আমার ডিভাইস ভাবনা

২২ জানুয়ারী ২০২৪

হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ে রক্তক্ষরণ

২৮ ডিসেম্বার ২০২৩

আমার বাচ্চা খায় না!!????

আমার বাচ্চা খায় না!!????

২৪ ডিসেম্বার ২০২৩

আক্রমনাত্মক দাওয়াহ!!!

আক্রমনাত্মক দাওয়াহ!!!

১৩ ডিসেম্বার ২০২৩