সাহিত্য

কতদিন বাড়ি যাই না..

কতদিন বাড়ি যাই না..

1310521011776753

কতদিন বাড়ি যাই না...

তাল গাছের তাল আর আম গাছের আম পেঁকে গেছে আমার প্রতিক্ষায়।
জোনাকিপোকা নাকি আগের মত আলো জ্বালে না?
রাতের পথিকের কাছে কত কি শালিশ দিয়ে যায়।

বাড়ির হাঁস গুলো আমায় খুঁজে খুঁজে সাড়া,
মেঘের ভেলায় নাকি মুখ লুকিয়েছে আকাশের তারা!

চাঁদ নাকি শুধু বিরহের গান গায়,
বাতাস নাকি অন্য পথে যায়!

বৃষ্টির গান গাই না বলে করমচাও গাল ফুলিয়েছে,
আমার ইতিউতি বিচরণ না দেখে ছাগল ছানারাও অস্থির হয়ে উঠেছে।

বিলের পানিতে পানকৌড়িরা ভেসে বেরাচ্ছে আনমনায়।
গায়ের কিশোরীরা চড়ুইভাতি রাধেঁনা না পেয়ে আমায়।

ডালিম গাছের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম ফুল ফুটার আগেই চলে আসবো,
কত ফুল ফুটে ঝড়ে পড়েছে আমার শূন্যতায়!

জুই চামেলি জবা টগর নাকি বারবার মূর্ছা যাচ্ছে,
কোকিলো নাকি বেসুরে গলায় গান গাইছে।

নুপুরের শব্দে নাকি কদমফুলের ঘুম আর কেউ ভাঙায় না?
শেফালিফুলেও নাকি আগের মত সুবাস হয়না।

শুনেছি কনে দেখা আলোয় নাকি এখন আর মুগ্ধ হয়না ফড়িং গুলো!
ক্ষমা করো গ্রামবাংলা,ব্যস্ত আমি এই আমাকে এবার তবে ভুলো।

girl-innocence-running-files-reeds-kid-summer-lovely-sunrise-hd-wallpaper


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)