বিবিধ

ছন্দে ছন্দে আল কুরআন [ সূরা আল ফাতিহা ]

ছন্দে ছন্দে আল কুরআন [ সূরা আল ফাতিহা ]
  সাহায্য প্রার্থনা     সকল প্রশংসা জানাই প্রভু তোমার তরে, তুমিই বিশ্বজাহানের রব জানা আছে অন্তরে।   শুধুমাত্র তুমিই রহীম, তুমিই রহমান, বিচার দিবসের মালিক তুমিই, তুমি দেবে প্রতিদান।   ইবাদত সব তোমার প্রতি, নয় তা অন্য কারো, সাহায্য চাই তোমার নিকট দাও তুমি আরো আরো।   সেই পথ তুমি দেখাও মোদের যে পথ সহজ-সরল, তব প্রিয় বান্দারা চলেছে যে পথে, যে পথ নির্ভুল।   তাদের পথে নিওনা মোদের অভিশপ্ত যারা, যেতে চাইনা তাদের পথেও যারা আছে পথহারা। ....................   সূরার অনুবাদ   বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই। পরম করুণাময় মেহেরবান আল্লাহ্‌র নামে শুরু করছি । -প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্ব –জাহানের রব, -যিনি পরম দয়ালু ও করুণাময় - প্রতিদান দিবসের মালিক। - আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই - তুমি আমাদের সোজা পথ দেখাও, - তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, -যাদের ওপর গযব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ