সাহিত্য

শুনেছি আকাশ নাকি মুক্ত নয়?

শুনেছি আকাশ নাকি মুক্ত নয়?
dew drop জানো কি, আকাশের পায়েও আছে শৃঙ্খল? কি হাসছ? সত্যি বলছি! যেদিন আকাশের গায়ে কালো মেঘ ছেয়ে গেল, পৃথিবীতে থেকে হয়ে পড়লো বিচ্ছিন্ন, সেদিনই তো আকাশ শৃঙ্খলিত হলো! অনেক কেঁদে কেঁদে মেঘের অশ্রু ধরায় নেমে এলো এক বিকেলে। সেদিন আকাশ কিছুটা মুক্ত হলো। তবে পেঁজো তুলোর মতো সাদা মেঘের ভেলা আজো আকাশ জুড়ে ছড়িয়ে আছে, ঠিক শরতের কাঁশ ফুলের মতো, কিংবা তৃণলতার ডগায় একটি শিশিরের বিন্দু হয়ে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)