উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

তোমার চুলের ক্লিপ আমি!

তোমার চুলের ক্লিপ আমি!
বালিকা, তোমাকে দেখিনি কখনও। তোমার হাত ছূঁয়েছি, আর চুলগুলোকে কায়দা করে ধরে রাখতে হিমশিম খেয়েছি। তুমি এলোমেলো চুলে ঘুমিয়ে পড়ো, ভিজে চুল বেঁধে মায়ের বকুনি খাও। তোমার ব্যাগে-বইয়ে-রুটিনে অগোছালো শৃংখলা। তোমার চায়ের প্রথম মগে দারুচিনি, আর লুকানো এগারোতম কাপে নিয়ম ভাঙ্গার দ্রবীভূত সাহস। তোমার সঙ্গী, হোক সে একদা ঘুড়ি হাতে দৌড়ে বেড়ানো দুরন্ত বালক, ভুরু কুঁচকে শাসন করুক না হয়, তার স্পর্শে তুমি হয়ে যেয়ো বিবি হাজেরার মত। চঞ্চল যমযমকে বাঁধ দিয়ে সভ্যতার আবাদ করেছিলেন যিনি, ঊষর মরুতে। বালিকা, তোমার মনটা ওই কাকচক্ষু হ্রদ হোক, যাতে বিষন্নতার মেঘ আসে মাঝে মাঝে, অবসাদ নামের ক্ষয়রোগ যেখানে কনক্রীটের ছাদ বানায় না, আটকে দেয় না বিকেলের রোদ। শুধু একটা কথা, বালিকা, তুমি যেন 'মহিলা' হয়ো না কখনও। ওই একটা শব্দে আমার ভীষণ ভয়!!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ