বিবিধ

উই ব্লগে ৩৬৫ দিন

উই ব্লগে ৩৬৫ দিন
11048687_889091031157393_7269120903392064075_n মাঝে মাঝে লেখক সত্ত্বা অভিমান করে খুব রাগে-ক্ষোভে বারবার হারিয়ে যেতে চায় দূর ব্যস্ত সত্ত্বার সেদিকে তাকাবার ফুরসতই নেই দু'দন্ড ভাবার অবকাশ নেই কেমন আছে সে! তারপর সময়ের স্রোতে ভেসে ব্যস্ত সত্ত্বা ছুটে চলে তার সম্ভব থেকে অসম্ভব দূরের গন্তব্য পানে পিছু ছুটে চলে তার লেখক সত্ত্বা ক্ষীণ আশার দ্বীপ জ্বেলে বুঝি ক্ষণিকের অবসরে হলেও খানিকটা ইচ্ছে হলেও লেখক সত্ত্বা থাকবে জেগে বাস্তবতার ভীড়ে! কবিতাটা আসলে নিজের ব্যস্ততা কে প্রকাশ করার উদ্দ্যেশ্যে লেখা নয়,বরং শত ব্যস্ততার ভীড়েও নিজের আরেকটা পরিচয় ‘লেখিকা’ কে আন্তরিক ভাবে মনে করা বটে! আর আমাদের মতো শখের বশের লেখকদের জন্য ব্লগ হচ্ছে সেই বাড়ি যেখানে আমরা শব্দ দিয়ে প্রতিনিয়ত স্বপ্ন বুনি,নিজের কথা অপরের কথা প্রকাশ করি এবং বেঁচে থাকার সুখটুকু পুরোপুরি অনুভব করি! এই অনুভূতি গুলো আসলে একজন লেখক ছাড়া সহজে সবাই বুঝতে পারে না। তবে হ্যাঁ লেখক সত্ত্বার আকুতি তে সাড়া দিতে পারে একটা ব্লগ,লেখার আদর্শ প্ল্যাটফরম। ‘ব্লগ’ ছোট্ট একটি শব্দ। কিন্তু তার পরিচয় অজস্র রকমের। এই যেমন আমার কাছে ব্লগ হচ্ছে সব কিছুকে একপাশে রেখে ছোট্ট একটি সুখের নীড়! আসলে আমরা জানি,ব্লগ হচ্ছে একটা কমিউনিটি। এবং একটা কমিউনিটি অনেক রকমের মানুষদেরকে নিয়েই তৈরী হয়। এখানে অনেক ভালো,কিছুটা ভালো,অনেক খারাপ,কিছুটা খারাপ,আবার ভালো খারাপ দুটোই, এই সব ধরনের মানুষই থাকবে এটাই স্বাভাবিক। তবে মানুষ যতো ধরনেরই হোক,মত প্রকাশের স্বাধীনতা সবারই এখানে সমান থাকবে। এটা একটা ব্লগের মৌলিক বৈশিষ্ট্য। উইমেন এক্সপ্রেস মানে উই ব্লগে আল্লাহর রহমতে তেমনই পরিবেশ আছে,আমি পেয়েছি সে জন্য সৌভাগ্যবানও ভাবি নিজেকে। আর তাই, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মাত্র এক বছরের মাঝেই ব্লগিং জগতে ‘উইমেন এক্সপ্রেস’ নিজের একটা সুন্দর,সাবলীল এবং শক্ত অবস্থান তৈরী করে নিতে পেরেছে। শত সমস্যার,কম উপস্থিতি,গুটি কয়েক লেখক-লেখিকাদের নিয়েই সবার  মাঝেও নিজের অস্তিত্ব আর স্বকীয়তা ধরে রেখেছে। আমার মতে,বর্তমানে ব্লগ শুধু মাত্র সংবাদ প্রকাশের জন্য বা মতামত প্রকাশের জন্যই না,ব্লগ স্বপ্ন বুনার,স্বপ্ন গড়ার মাধ্যম ও।আর উই ব্লগ তো স্পেশালি নারীদের জন্য,সমাজের দেশের নারী মুখপাত্র হিসেবে নিজেদের কে প্রতিষ্ঠা করতে চায়,তাই এখানে নিজেদের অবস্থান কে অনেক বেশি প্রেরণামূলক এবং সুখময় মনে হয়।  ব্লগে আমরা শুধু আনাচে-কানাচের খবরই পাই না,মনের খোরাক ও পাই। আমরা দিন শেষে,ব্যাস্ততা শেষে এখানে আড্ডা দেই,মজার মজার কমেন্ট করি,নিজেদের সুখ-দুঃখের স্মৃতি গুলো শেয়ার করি। নিজের আদর্শ,নিজের চিন্তা গুলো ছড়িয়ে দেই গল্পে,কাব্যে।  :) আমাদের ব্লগারসদের মাঝে এভাবেই গড়ে উঠে আন্তরিক সম্পর্ক। হয়তো কোথাও কোথাও আমাদের মত মিলে না,আবার কখনো না বলা কোথাও অন্যরা প্রকাশ করে দেই মনের মতো করে তবুও সব মিলিয়ে আমরা এক সাথে এই 'ব্লগ' কমিউনিটিতে লেখা-লেখি করি,করে চলেছি! আর তাই,এই ৩৬৫ দিন পার করে এসে 'উই ব্লগ' কে নিয়ে প্রত্যাশা আর অনুভূতি আরো জোড়ালো হয়েছে। বিশ্বাস হচ্ছে যে,আজকের এই 'উইমেন এক্সপ্রেস ব্লগ' ও আগামী দিনের সু-লেখক,সচেতন নাগরিক তৈরীতে,সঠিক জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে যথেষ্ট ভূমিকা রাখে,রাখবে। যাইহোক, স্মৃতি আর অনুভূতি হচ্ছে চকোলেটের মতো,একটু-আকটু তে চলে না,লিখতে বসলেও তাই লেখা আর শেষ হয় না!তবে লেখার ইচ্ছে কে জাগিয়ে রাখে প্রিয় ব্লগ,আর ব্লগের প্রাণ লেখক-লেখিকারা। আর তাই,দিনের শেষ প্রান্তে এসে হলেও আমার তরফ থেকে জানাতে চাই উইমেন এক্সপ্রেস কে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা,এবং সমস্ত ব্লগার,ব্লগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য রইলো আন্তরিক ভালোবাসা। অভিনন্দন উইমেন এক্সপ্রেস কে :) । আমাদের সবার দিন গুলো সুন্দর কাটুক উই এর সাথে, এবং আমাদের লেখা গুলো রোজ প্রাণ ফিরে পাক উই ব্লগে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন