বিবিধ

যেই গল্পটা বলা হয়নি

যেই গল্পটা বলা হয়নি
ওই গল্পটা তোকে তো বলাই হলো না আর। খসে পড়তে থাকা ইট সুড়কির পাশে বসে গল্পটা সাজিয়েছিলাম তোকে ঘুম পাড়াবো বলে। লাল গোলাপ দেখেছিস তুই? দেখিসনি জানি অতো ধুমোট আকাশ ফেড়ে লাল গোলাপ পাবি কোথায়! এখানে যে লাল গোলাপ জন্মে না তা তো জানেই সবাই। প্রথম যেই দিন তুই একটা পাথর কুড়িয়ে নিয়েছিলি কোনো জুড়ে বসা'র মুখে ছুড়ে মারবি বলে তখন সাদা পায়রাটা এসে ফিসফিসিয়ে কি যেনো বলে গেলো কানে। আমি তোকে সেই কথাটা বলিনি আত্মহারা ছিলাম তাই। কেমন করে পায়রার ডানা দুটো তোর কাধে লেগে গেলো আর লাল গোলাপটা তোর ঠোটে ছিলো। তুই তো গল্পটা শুনলিই না। জানিস তো! তোর নীল চোখ গুলো যখন বুজে এলো তুই তখন হাসপাতালের নীল বেড থেকে সাদা কাপড়ে জড়ানো। তখন খুব খুজে একটা লাল গোলাপ তোর মাথার পাশে রেখেছিলাম। রক্ত আর লাল গোলাপে এতো মিল বুঝিনি কখনো! পায়রাটা আজও এসে আমাকে আত্মহারা করে দিয়ে যায় আমায় জানিস? বলে যায় তোর ক জন সাথী হলো, বলে যায় ক জন তোর মত গল্প না শুনেই ঘুমিয়ে যায়। গল্পটা না শুনেই তুই ঘুমালি। এবার তুই শোনাবি আমায়? এত্ত ব্যাথা কিভাবে নিলি বুক পেতে? এইটুকু বুকটা তে একটা মর্টার কিভাবে? একটু বলবি সোনা? images.jpgn

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন