উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

আমাকে বারেবারে ছুয়ে যায় ফাগুন

আমাকে বারেবারে ছুয়ে যায় ফাগুন
download আমাকে বারেবারে ছুয়ে যায় ফাগুন, জীবনে কত বসন্ত আসে যায়, ধীরে ধীরে হেঁটে যাচ্ছি জীবন কুয়াশায়। তবুও এখনো ফাগুন ছুয়ে যায়, কতটা পথ হেঁটেছি - বিচিত্র কত চিত্রের সমাহারে- রঙিন প্রিজমে কতবার ঝলসেছে চোখ, তবুও প্রিজমের নানা বর্ণিলতায়  ও চিনতে ভুলিনি- " এটা হীরা নয়, কাঁচ " তবুও আমাকে বারেবার ফাগুন ছুয়ে যায়, যদিও জানি এই ফাগুনের আগুন লাগা সন্ধ্যাটা - মাকাল স্বপ্নের আস্ফালন হয়তোবা  স্মৃতি বিভ্রমের আকিঞ্চন- তবুও, ফাগুন এলে ফুলে ফুলে পুস্পিত হয় মনের দুয়ার, মনের ভিতর কেউ যেন গেয়ে ওঠে গান- "আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ" কিন্তু এ আমার অতি প্রাচীন মন, যুগের বিবর্তনে যা দেখেছে শুধুই প্রহসন, তাই নির্মল নাটিকায় ও এখন পায়না বিশুদ্ধতার স্বাদ, তবুও মানুষ তো! ফাগুনের লালিমায় আচ্ছন্ন হয় মন। জানিনা! এ কেমন বিভ্রম! এর কি ওষুধ কি পথ্য ! কোথায় পাবো এ রোগের ডাক্তার বৈদ্য ! কখনো ভাবি, এই যে এই খোলা জানালাটা ! যার পাশের  কৃষ্ণচূড়াটা ফাগুনের জানান দিয়ে যায় মনে, এটাকে বন্ধ করে দিলেইত হয়! তারপর ভাবি! নাহ! এ দিয়েই তো আলো আসছে, আলো আসবে অনন্তকাল, পাখিরা ডাকবে এর গ্রিলে বসে, এখান থেকেই তো ওই দূরের নীলিমার সাথে আঁতাত রাখা যায়, সন্ধ্যা তারার সাথে সুখ দুঃখের কথা বলা যায়! না চাইতেও এই মনে ফাগুন ছুয়ে যায় কৃষ্ণ চূড়ার পাপড়িতে হৃদয়ের আঙ্গিনা ভরে যায়......

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ