উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

বর্ণবাদ মানবতার অপমান।

বর্ণবাদ মানবতার অপমান।
Brigitte-magazine-001 সম্পর্কের এক বছর পেরোতেই ছেলেটার আর মেয়েটাকে ভালো লাগে না। ভার্সিটির নামকরা বিভাগের সেই জুনিয়র মেয়েটা! এক বছর পর ছেলেটি যখন হটাত হটাতই বলে ওঠে- কালো মেয়ের এতো কিসের দেমাগ!  তখন মন প্রাণ উজাড় করে দেওয়া মেয়েটার আসলেই বলার কিছু থাকে না। অতঃপর, মান অভিমানে আত্মহ...! মানুষের জীবন কেড়ে নেওয়ার পেছনে বর্ণবাদ সাদা কালোর ভেদাভেদের এরকম আরও কতো কাহিনী আছে কে জানে! আমার দৃষ্টিতে পৃথিবীতে ঘৃণ্যতম মানবতাবিরোধী একটি প্রথা হচ্ছে বর্ণবাদ। এটা এমন এক প্রথা, যা মানুষকে খুব সহজেই মানুষের সারি থেকে পণ্যের তালিকায় নামিয়ে আনতে পারে। সব ধরণের মিডিয়া ও জনপ্রিয় সংস্কৃতি দ্বারা কালো মেয়েদের উপর অনবরত আক্রমণ চলছেই শতাব্দীর পর শতাব্দী ধরে। এ এমন এক বৈষম্য, যার পেছনে মানুষের কোন দোষ বা অবদান নেই। দুটো দুই রঙ। এর চেয়ে বেশী আর কি! এক ভদ্র মহিলাকে চিনি। ছেলের বউ সন্তান সম্ভবা হওয়ার পরেও যার বউ কালো কেন, সেই দুঃখ ঘুচেনি। এমন অনেক ঘরের কাহিনী জানি, মা কালো হওয়ায় সন্তানরা যেখানে দাদা বাড়ির আদর যত্ন থেকে বঞ্চিত হয়েছে। এমনকি বউ কালো হওয়ায় ৭/৮ বছর সংসার করার পরেও পরিবারের চাপে ছাড়াছাড়ি করতে বাধ্য হয়েছে, এমন ঘটনা ও সমাজে বিদ্যমান। কি অদ্ভুত তাইনা? কেউ যদি ফর্সা হয়, তা ধুয়ে কি অন্যরা পানি খেতে পারে? নাকি তার রঙ অন্য কারো গায়ে মেখে নিমিষেই ফর্সা বানিয়ে দিতে পারে? তাহলে ফর্সা মানুষের প্রতি আমাদের দুর্বলতা কোথায়? শুধু দেখার সৌন্দর্য। এই কি? এই চোখের একটু ভালো লাগার জন্য একজন মানুষের আবেগ অনুভূতি মেধা সব কিছুকেই আমরা তুচ্ছ করে দেই। কিন্তু আজ যেই আমি বা আপনি এই রঙের পূজায় ব্যস্ত, কাল আপনাকেই তার মোকাবিলা করতে হবেনা কে জানে? সবচেয়ে হাসি পেলো আজকের নারী বিষয়ক একটি নামকরা ম্যাগাজিন দেখে।নারী দিবস উপলক্ষে নারীবাদী এবং বর্ণবাদ বিরোধী লেখক বেল হুক্সের একটি কলাম ছেপেছে। যেখানে বেল হুক্স যথারীতি কালোদের প্রতি চলা বিদ্যমান অন্যায়ের প্রতিবাদ করেছেন। আবার একই ম্যাগাজিনের পেছনেই ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন। যেখানে ৫ ধাপে হওয়া ফেয়ারনেস ট্রিটমেন্ট এর কথা লেখা হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? একই মুখে দুই কথা বলার মতোই তাইনা? এই নারীবাদী পত্রিকা কিংবা এদের উদ্দেশ্য আমার কাছে আপাত দৃষ্টিতে ব্যবসাই মনে হচ্ছে আমার ইচ্ছা এমন একটি ম্যাগাজিন বের করার যে ম্যাগাজিনের ভেতর বাহির সবই একই রকম সত্য কথায় মুখর থাকবে। বর্ণবাদ মানবতার অপমান। তা যেভাবেই হোক না কেন। আর তার প্রতিবাদ করা প্রতিটি বিবেকবান মানুষের কর্তব্য।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ