
সমাজের প্রথা বা সংস্কারের জীর্ণ দেয়ালের আড়ালে অনেক সময় চাপা পড়ে যায় নৈতিকতা এবং মূল্যবোধের বিকাশ। এই বিষয়গুলো এতোটাই সুক্ষ যে অনেক সময় খালি চোখে সেইসব অবক্ষয় অনেক সময় দেখেও না দেখার ভান করি আমরা।
লেখকের চেতনাবোধের বিকাশের ধারা থেকেই কলম গতিশীল হয়, যার উৎস হৃদয়। আর সমাজ সম্পর্কে সচেতনতাবোধই যার মূলধন। শেখ সাফওয়ানা জেরিন ঠিক তেমনই একজন লেখক। সমাজ সচেতনতার মনোভাব থেকেই যার লেখালেখির শুরু।
লেখকের সার্থকতা নারী জীবনের সব ধরণের অবস্থার সফল চিত্রায়ণে।
নারী যখন শিশু থেকেই বিয়ের উপযুক্ত হয়ে যায় তখন সে আরেক ধরণের বাস্তবতার সম্মুখীন হয়, যা লেখিকার আলোচিত লেখা , বাবার কাছে বিবাহ যোগ্য মেয়ের চিঠিতে ফুটে উঠেছে। এরপর লেখিকার অপর আরেকটি সারা জাগানো কেইস স্টাডি ভিত্তিক সিরিজ “ হায়রে বিয়ে হায়রে লজ্জা” বিয়ে নিয়ে নারীর জীবনের মূল সমস্যাগুলো তুলে ধরেছে একই সাথে সমাধান তুলে ধরতেও সচেষ্ট হয়েছেন লেখিকা। বিয়ের বাজারে পাত্রীর মূল্যায়নের মাধ্যমে কীভাবে সমগ্র সমাজের নারীর মূল্যায়ন নির্ধারণ করা যায় তা দেখা গেছে “ পাত্রী চাই” নামক প্রবন্ধে। “২০ লাখ টাকার কাবিন” শিরোনামের লেখায় উঠে এসেছে অধিক হারে মোহরানা ধার্য হওয়া সত্ত্বেও সুখী হতে না পারার বাস্তব কাহিনী। এ ছাড়া বৈবাহিক জীবনে নারীর বিভিন্ন মনস্তাত্ত্বিক , শারীরিক সমস্যার কথা উঠে এসেছে বিভিন্ন লেখায়ঃ স্ত্রীর ডায়েটিং এ স্বামীর ভূমিকাঃস্বাস্থ্য সচেতনতা বনাম স্বার্থপরতা, সে যে বসে আছে একা একা, স্ত্রীর সাফল্যে স্বামীর কর্তব্য, নারীর ব্যক্তিসত্ত্বার মূল্যায়নের মতো নারীর জীবন ঘনিষ্ঠ নানা বিষয়। যা বিবাহিত অবিবাহিত সব ধরণের নারী এবং পুরুষের চিন্তার দুয়ার খুলে দিতে পারে। আর লেখকের অনেক লেখায় পুরুষদের জন্য ও শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। যার মাধ্যমে পুরুষরাও নারীকে এগিয়ে নিতে এবং সহযোগিতা করতে যথার্থ দিক নির্দেশনা পেতে পারেন।
শুধু তাই নয়, লেখকের লেখায় আছে বস্তুবাদ এবং বর্ণ বৈষম্য বিরোধী চিন্তার প্রকাশ। ফর্সা হওয়াই নারীর জীবনের এক মাত্র উদ্দেশ্য হতে পারেনা। এই কথাই উপজীব্য হয়েছে বেশ কিছু লেখায়। মূল রচনা- “যখন কিছুই লুকানোর থাকে না” প্রবন্ধে অত্যন্ত সুন্দরভাবে বিজ্ঞাপনের একটি কথাকে বিশ্লেষণ করে সমাজের সব শ্রেণী পেশার নারীদের প্রকৃত অবস্থা তুলে ধরা হয়েছে। এছাড়াও মহীয়সী পাবলিকেশন্স থেকে আরও একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। বইটির নাম – অন্তরালে। লেখক- শারমিন আকতার।
অন্তরালে মূলত একটি ছোট গল্পের বই। সার্থক ছোট গল্প রচনায় লেখক বেশ সফল হয়েছেন। কারন, প্রতিটি গল্পেই রয়েছে শেষ হয়েও চলতে থাকা সমাজ বাস্তবতার রূপরেখা। বিশেষত বেশ কয়েকটি গল্পের কথা না বললেই নয়। বইটির প্রথম গল্প সাসপেন্ডেড বিলিভ একটি অসাধারণ গল্প। যেখানে পুরুষতান্ত্রিকতার দোহাই দিয়ে সৃষ্ট অন্যায় প্রথার বিরুদ্ধে এক স্পষ্ট প্রতিবাদের ছবি বিদ্যমান।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও মহীয়সী পাবলিকেশন্স এর প্রকাশনা উৎসব আগামী কাল ২৭ ফেব্রুয়ারি বই মেলার ৪৮, ৪৯নং স্টলের সামনে অনুষ্ঠিত হবে।
বইটি রকমারি ডট কম , আমাদের ডটকম, মহীয়সী অনলাইন বুক স্টোরে পাওয়া যাবে। এছাড়া মহীয়সীর হট লাইন ০১৭৯৯৩১৩০৭৯ এ কল করে ও বইটির অর্ডার দেওয়া যাবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)