সাহিত্য

এসো তবে মুসলিম হই

এসো তবে মুসলিম হই
Muslim-Women-Prayingসারাদিন একাজ ওকাজ হাজারো কাজের ঝামেলায় হে খোদা!  তোমার স্মরণে বিফল মোরা একটুকু আশ্রয় চাই। ভীষণ ক্লান্তির এ বেলায় খোদা তোমার সাথে একটু কথা  বলতে চাই। মাটিতে চাদর পেতে একটু বসে রই। একটু নীরব, অনেক গভীর অনুভূতি নিয়ে একটু  বুজে রাখি চোখ। বুকের মাঝে ভীষণ ব্যথা, আকুল আবেদন জানাই তোমায় কবুল করে নেও। হে খোদা! কবুল করে নেও। হাজারো পাপের দৈনন্দিন জীবন দ্রুত পার করে দাও। মৃত্যুর দুয়ার কাছাকাছি এনে কবুল করে নাও। চাদরের উপর বসে আছি চুপচাপ, তোমার হাবীব স্মরণে আওড়াই হৃদয়, মেরাজ কি হলো মাবুদ, বলো হে প্রভু? হলো কি মোলাকাত? হে মুমিন, ভাব একবার। আমরা সবাই মুসলিম হতে চাই। হে খোদা! কবুল করে নেও।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)