বিবিধ

আমাকে তুমি বলে দিও

আমাকে তুমি বলে দিও
clock   আমাকে তুমি গন্তব্যে পৌঁছানোর সময় বলো না, অনেক সময় আমাকে ঘিরে রাখে অজস্ত্র কাজ অনেক সময় আমি ঘুরি মতিভ্রমের গোলাকার চক্রে মনে হয় যেন গন্তব্যে পৌঁছানোর সময়ই যাত্রা শুরুর বেলা।  তড়িৎগতির চকিত দৃষ্টি যেন ঘড়ির পানে চেয়ে ঐ নির্ধারিত মুহূর্তেরই অংক গোনে। আমাকে তুমি বলে দিও ঠিক কখন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবো শুরু। সম্ভব হলে মিছেমিছি বাড়িয়ে বলো দুচার লহমা ও। আমাকে তুমি বলে দিও কখন খুলতে হবে মনের জানালা, বলো না সূর্যোদয়ের সময়। পাছে জানালা খুলতে খুলতেই সূর্য ঢলে পরে মধ্যাহ্নের কোলে! আমাকে তুমি বল কখন রাজপথে নামতে হবে বিপ্লবের আহ্বানে, দিও না বিপ্লব সাধনের দায়িত্ব পাছে বিপ্লব আর কোনদিন আলোর মুখ না দেখে! তুমি বলতেই পারো! বড় বেশী অলস আমি! জেগে জেগে ঘুমাই রাত্রি দিন। তবুও দোহাই খোদার আমাকে রত্ন খুঁজতে দিও না সমুদ্র জলে, বরং বলে দিও মুক্তা আছে কোন ঝিনুকের খোলে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ