নোটিশ বোর্ড

নোটিশ

নোটিশ
সতর্কতাঃ অনুগ্রহপূর্বক সম্মানিত ব্লগারগন আপত্তিকর পোস্ট দেয়ার ব্যাপারে সচেতন থাকবেন। কোন ব্লগার যদি নীতিমালা বহির্ভূত/আপত্তিকর কোন পোস্ট দেন তবে সেটি সাথে সাথেই মুছে ফেলা হবে এবং প্রয়োজনবোধে উক্ত ব্লগারকে কোন রকম ইনফরমেশন ছাড়াই ব্লক করা হতে পারে। নীতিমালাঃ ১। Women Express একটি ব্লগ যা- বাংলাদেশের প্রতিটি স্তরের নারীদের মুখপাত্র হিসাবে কাজ করবে। ২। নারীর মযার্দা,অধিকার,উন্নয়ন,অগ্রযাত্রা আর করনীয় সর্ম্পকে দিকনির্দেশনাই এই ব্লগের মূল প্রতিপাদ্য হিসাবে বিবেচিত হবে । ৩। এই ব্লগের মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক নারীদের জন্যে নিভর্রতা এবং আশ্রয়ের একটি প্লাটফরম তৈরীর চেষ্টা করা হবে। সেই সাথে পুরুষরাও এই ব্লগে তাদের মুক্ত চিন্তার আদান প্রদান করতে পারবেন। ৪। ব্লগটি যে কোন ধরনের রাজনৈতিক ট্যাগিং থেকে মুক্ত থাকবে । ৬।Women Express ব্লগে প্রকাশিত লেখাগুলো অন্য কোন কমিউনিটি ব্লগে, মুদ্রিত মাধ্যমে বা মুদ্রিত মাধ্যমের অনলাইন সংস্করণে পূর্বপ্রকাশিত হতে পারবে না। ৭। প্রয়োজনে লেখায় সম্পাদনা করা হলে লেখককে জানানো হবে, এবং লেখক-সম্পাদকের আলোচনার মাধ্যমে লেখা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ব্যাপারে সম্পাদক তথা Women Express কর্তৃপক্ষের মতই চূড়ান্ত বিবেচিত হবে। ৮। নির্ধারিত কেটাগরী ছাড়াও কেউ যদি অন্য কোন বিষয়ে লিখতে চান লিখতে পারবেন । ৯। একজন নিজস্ব নাম এবং ছদ্ম নামেও লিখতে পারেন। ১০। আর এই ব্লগকে সার্বিকভাবে সহযোগিতা করা,পরামর্শ দেওয়া,সমালোচনা করা,সঠিক পথ নির্দেশনা প্রদান এবং মনিটরিং করার জন্যে Women Express নামক একটি গ্রুপ গঠন করা হয়েছে। Women Express টীম ১১ জন আন্তরিক স্বেচ্ছাসেবির দ্বারা পরিচালিত। লিখার মান, পরিবেশনা, পাঠক ফিডব্যাক - প্রতিটি ক্ষেত্রেই রিভিউয়ার ও মডারেশন প্যানেলের কঠোর তত্ত্বাবধান রাখা হবে।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)