সাহিত্য

রূপালী উঠোন

রূপালী উঠোন
আজ বহুদিন পর ডায়েরীটা খুললাম, নিজের অজান্তে পাতা উল্টোতেই চোখ পড়লো তোমার দিকে। আজ একটা গল্প শোনাবো তোমায়, অনেকতো হলো কবিতা! জানো,আমার না একটা উঠোন আছে; তাতে সূর্যের আলো পড়ে- অ-নে-ক আলো! মাঝে মাঝে বৃষ্টিও পড়ে। গাছের ছায়া, রঙ-বেরঙের বাহারী ফুলের ঘ্রাণে- মৌমাছি আর প্রজাপতির গুঞ্জরণে মাতোয়ারা  সে। আমাকে অনেক যত্নে আগলে রেখেছে, রাখবেনা ! আমি যে তার সন্তান।। তাকে ঘিরে আমার অনেক ব্যস্ততা, সারাদিন কানামাছি, বৌছি, ফুলটোক্কা,আরো কত্ত কি! আমার উঠোনটাকে আমি অনেক ভালোবাসি।। তাইতো চোখের পলকে রাখি তাকে; এক মহূর্ত আড়াল হলে আমার ভেতরটা যেন শূন্য হয়ে যায়।। বড় ভয় হয়-- আড়াল হলে যদি আমাকে ফাঁকি দিয়ে চলে যায়---- ঠিক তোমার মত; কি ভাবছো? পাগল আমি! তাতেও ক্ষতি নেই। তুমিও তো আমায় এমন এক উঠোন দিয়েছিলে, আমি তার যত্ন নিতে পারিনি।। পরিণাম দেখেছো! আজ আমার উঠোনে আমারই যাওয়া বারণ! অনেক বুদ্ধিমান হয় গেছি আমি ,তাইনা? কিন্তু আমার উঠোনটা যে অনেক বেশী অভিমানী; ঠিক তোমার মতো! যখন সূর্য ওঠে- অনেক আলো,অনেক রোদ্দুর; নিজের অজান্তেই ভ্রু কুঁচকে ফেলি; তাইতো এত অভিমান তার।। আবার যখন ভাবি- সূর্যটা যদি ডুবে যায়, আমার উঠোনটা যদি আধারে হারিয়ে যায়।। কিন্তো সূর্যতো অস্ত যাবেই, পূর্ণিমার চাঁদ উঠবে; চাঁদের রূপালী আলোয় আমার উঠোন টাকে কি যে অদ্ভূত সুন্দর দেখা যায়-- ঠিক তোমার মত!! ঐ চাঁদটাকে একটু বলে দাওনা-- আমার উঠোনে যেন সবসময় চাঁদের রূপালী আলো থাকে।। আরো বোলো---- ভর দুপূরে সূর্য ওঠলেও আমি উঠোন ছেড়ে যাবোনা; বৃষ্টি পড়লেও যাবোনা, এখন যে আমি অনেক বুঝি!!!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
আমার আমি

আমার আমি

গাঙচিল

২৩ ফেব্রুয়ারী ২০২১

Create your own tune – 4

Create your own tune – 4

গাঙচিল

১১ জুন ২০২০

আপনি কেমন মা?

আপনি কেমন মা?

গাঙচিল

৪ ডিসেম্বার ২০১৯