উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

শুভ হোক,'উইমেন এক্সপ্রেসের' পথচলা।

শুভ হোক,'উইমেন এক্সপ্রেসের' পথচলা।
10004040_636368846435908_1599826921_n হে নারী লিখো, তোমার আজ,কাল,আগামী জানিয়ে দাও পৃথিবীকে কল্যাণ যাত্রায় তুমিও অগ্রগামী। পৃথিবীতে মানুষের যাত্রা শুরুর ইতিহাস থেকে আজ বর্তমান পর্যন্ত যদি আমরা দেখার চেষ্টা করি,তাহলে দেখবো,অসম্পূর্ণাকে সম্পূর্ণ করার,আঁধারে প্রদীপ জ্বালাবার এবং প্রদীপে প্রজ্জ্বলিত আলোর ভূমিকায় 'নারী' এক শক্তিশালী ভূমিকা রেখে চলেছে। আঁধারে আলো জ্বালাবার ক্ষমতাই শুধু নারী রাখে না,সে আলো কে প্রজ্জ্বলিত রাখার ক্ষমতাও রাখে। একজন মা হিসেবে রয়েছে নারীর পায়ের নিচে জান্নাত,এমজন প্রেমময়ী স্ত্রী হিসেবে নারীর স্বীকৃতির মাঝেই রয়েছে জীবনসঙ্গীর উত্তমতার সার্টিফিকেট। সভ্যতা-শিক্ষা-বিজ্ঞানের উৎকর্ষতার যুগে,নারী আজ চাঁদের বুকে নিজের পদচারণার সাথে সাথে 'সেরা গুণবতী''এর উপাধি যেমন নিচ্ছে,তেমনি হিমালয়ের চূড়ায় দেশের পতাকা উত্তলনের পাশাপাশি সু-সন্তান তৈরীর জন্য 'রত্নগর্ভা' মা এর সম্মানে ভূষিত হচ্ছেন। 'নারী',আজ কণ্যা,কাল জায়া পরশু জননী। আজ বাবার রাজকণ্যা,কাল স্বামীর প্রেমময়ী স্ত্রী,সংসারে সুদক্ষ গৃহিনী,পরশু সন্তানের চোখে পৃথিবীর শ্রেষ্ঠ মা। 'নারী'আজ ক্লাসের সেরা ছাত্রী,গোল্ড মেডেলিস্ট,কাল কর্মক্ষেত্রের দক্ষ,সৎ কর্মী এবং পরশু দেশ-সমাজ পরিচালনার জন্য একজন দায়িত্বশীল,পরিশ্রমী নেতৃত্ব। প্রতিটা পরিচয়েই নারী সফল,অনন্যা। আর এই অনন্যতার যাত্রা চলছে বহু বছর ধরে। দিন বদলের পালা ঝান্ডা এখন 'নারী' বহন করছে, আর তাই,আজ তথ্য-প্রযুক্তির বহুল প্রসারের যুগেও তারাও পিছিয়ে নেই কোন ক্ষেত্রে। 'ব্লগ' হচ্ছে ইংরেজি শব্দ,যার বাংলায় অর্থ দাঁড়ায়,এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। যিনি ব্লগ লিখেন,তাকে বলা হয়,'ব্লগার'। ব্লগ কে 'অনলাইন দিনপত্রি' ও বলা হয়,এর যাত্রা শুরু হয়েছিলো,১৭ই ডিসেম্বর ১৯৯৭ সাল থেকে।যে সমস্ত ওয়েবসাইট এবং ব্লগিং এপ্লিকেশনের মাধ্যমে একটি ব্লগ তৈরি করা যায়, এগুলোকে ব্লগিং প্লাটফর্ম বলা হয়। বর্তমানে কিছু জনপ্রিয় ব্লগিং প্লাটফর্মের মধ্যে গুগলের ব্লগার, ওয়ার্ডপ্রেস, টেকনোরাতি, ব্লগ ডট কম, হোপব্লগ ইত্যাদি অন্যতম।  মূলত ব্লগ কয়েক রকমের হতে পারে,ব্যাক্তিগত,সামাজিক,প্রাতিষ্ঠানিক ব্লগ। 'উইমেন এক্সপ্রেস' হচ্ছে একটি সামাজিক ব্লগ। এটি মূলত অনলাইন জগতে,নারী সমাজের মুখপাত্র হিসেবে কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে। নারীর সাফল্য,সমস্যা,অনুভূতি এবং সম্ভাবনার কথা বলার প্রয়াস নিয়েই পথ চলা শুরু করেছে এই ব্লগ। যেদিন থেকে এই ব্লগ আসার কথা শুনেছি,সেদিন থেকেই মনে হয়েছে,এবার এমন একটা ব্লগ হবে,যেখানে আমি লিখতে পারব আমার কথা গুলো আমার মতো করে,যেখানে আমি পাঠক হিসেবে পাবো আমার মতো অনেককেই। লেখিকা হিসেবে আমার পথচলায় নতুন উদ্দ্যোমতা,গতি সঞ্চার করবে এই ব্লগ। ধন্যবাদ জানাই তাদেরকে,যারা এই উদ্যোগ শুধু নিয়েছিলেন ই না,এটাকে সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সুন্দর ও অনন্য হোক,আমাদের পথ চলা সার্থক হোক 'উইমেন এক্সপ্রেস' ব্লগে কথা বলা।   

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ