উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

''আজকের সভ্যতায় নারীর ভূমিকা''- স্টাডি সার্কেল এক

''আজকের সভ্যতায় নারীর ভূমিকা''- স্টাডি সার্কেল এক
অনেকদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে উইমেন এক্সপ্রেস একটি ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে। শিক্ষিত নারী সমাজের মধ্য থেকে প্রগতির একটি চিন্তাশীল প্রতিনিধিত্ব গড়ে তোলার প্রচেষ্টার প্রথম ধাপ হিসেবে পাঠক লেখিকাদের নিয়ে নিয়মিত বিরতিতে আয়োজন করে যাচ্ছে পাঠচক্রের। সম্প্রতি আমরা ভেবেছি, পাঠচক্রের অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত, গবেষণা কর্মগুলো নিয়মিত ব্লগের পাঠকদের জন্য প্রকাশ করা হবে। স্টাডি সার্কেলের লক্ষ্য মানবাধিকারের প্রতিটি শাখায় নারী পুরুষ উভয়ের যার যার যথার্থ স্থান অর্জনের জন্য জ্ঞানগত ও প্রাতিষ্ঠানিক যোগ্যতাসম্পন্ন প্রতিনিধি তৈরী করা। আসুন, চোখ রাখু... উইমেন এক্সপ্রেসের পাতায়। আর নির্দ্বিধায় মতামত দিন। আসছে পোস্টেই প্রথম সার্কেলের বিষয়বস্তু নিয়ে তৈরী করা প্রবন্ধ পেয়ে যাবেন আশা করছি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ