বিবিধ

হাফ সেঞ্চুরি এবং পাঠকের দায়বদ্ধতা

হাফ সেঞ্চুরি এবং পাঠকের দায়বদ্ধতা
  IMG_20131104_004323 উই ব্লগে এটা আমার ৫০ তম পোস্ট। তাই ভাবছি একটু সেলিব্রেট করি। আসলে ব্লগিং কে আমি সিরিয়াসলি নিয়েছি এই উই ব্লগ আসার পরেই। এর আগে ব্লগে লেখালেখি খুব বোরিং মনে হতো। জানিনা, কেমন লেখি। নিজের সাধ্যমতো চেষ্টা করি। তবে ভালো লেখার জন্য প্রথম শর্ত হোল ভালো পড়ালেখা করা। অনলাইন এমন একটা জগত যেখানে নারীর প্রতি ভায়লেন্স করা খুব সহজ। সহজ সহজ মিষ্টি কথায় বিশ্বাস করা নারীর মজ্জাগত। আর লেখালেখির মাধ্যমেই তাদের সচেতন করা যায়, এটাই আমার বিশ্বাস। যাই হোক, নিজের লেখা নিয়ে বললাম। এবার পাঠককে নিয়ে কিছু বলি। লেখকের যেমন সামাজিক দায়িত্ব লেখা, পাঠকের ও ঠিক তেমনি কিছু দায়িত্ব আছে বৈ কি! পাঠকের দায়িত্ব কি? আমার মনে হয়- সারা দুনিয়ায় অজস্ত্র লেখার ভিড়ে যেই লেখাটা আমাদের নজরে পড়ে, কিংবা আমরা পড়ি সেই লেখাটা পড়া নিশ্চয়ই ভাগ্যের বিধান, এবং তার থেকে অর্জিত চিন্তা কখনো কখনো আশীর্বাদ হিসেবে নেমে আসে জীবনে। সুতরাং পাঠকের দায়িত্ব হচ্ছে সে যেই লেখাটা পড়ে মনে করছে সেটা আরও অনেকের পড়া দরকার সেটাকে দায়িত্ব হিসেবে সমাজের সবার মাঝে ছরিয়ে দেওয়া। এটাই লেখকের প্রতি পাঠকের দায়িত্ব। সামনের দিনগুলোতেও পাঠক পাশেই থাকবে আগের মতোই, এই আশা তো করতেই পারি। তাইনা? সবার জন্য শুভ কামনা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ