সাহিত্য

তুমি যাওতো দেখি!!!

তুমি যাওতো দেখি!!!
তুমি যাওতো দেখি!!!                 মহিউদ্দিন মোল্লা /Dimmed Candle MMS তুমি যাওতো দেখি কিভাবে পার ? কত সাহস আর হতাশা দিয়ে আরো আমার এ বাগান হতে; যেখানে প্রতিদিন গোলাপ ফোটে। তুমি যাওতো দেখি আমার এ মন হতে - কতটা;নিষ্ঠুর পার দেখি হতে? পারবে যখন আমার-ই আকাশে তোমারই পছন্দেও চাঁদখানা আলোয় আর হাসে। গাদা বকের সারি দেখবে এই গগণে উড়ে উড়ে ক্লান্ত; বসে পাশের আম্র কাননে আমার সকল ক্লান্তি ঝেড়ে যখন আমি আমার নীড়ে খুজে পেতে চাই তোমারই  স্নেহের আঁচল যাওতো দেখি করে এতটুকু ছল। তমি তো জানোনা; তোমারই জন্য হলাম নিজেই ফুটন্ত গোলাপ তুমি ছিড়বে বলে!! আর ছিড়তে গিয়ে পেলে কাটার আঘাত; বন্য তাতেই তুমি আমায় গালি দিলে! তুমি যাওতো দেখি ভেঙ্গে ধরে নিয়েছি পৃথিবী মোরে ভূলে যাবে- আমার অনুভুতিগুলো ভোতা হয়ে যাবে; কিংবা সবুজ পৃথিবী আমায় ত্যাগ করুক আমার মন আমায় ঘৃণা করুক; তবুও তুমি আমাকে ভুলবে না যাওতো তুমি করে কল্পনা। তোমার এতটুকু হাসি দেখে কত যে আনন্দে হেসেছি  তাতো  তুমিও জানো না এগুলো তুমি ছেড়ে যাবে? যাওনা? তোমার সাহস কত? কি বলবো তোমায়- তারপরেও যদি হাসবে তুমি হাসাবে অন্যের ধরা আনন্দে; অশ্রুতে হবে নদী- তাতেও সুখি হও যদি! হিসাব নিকাশ সব চুকিয়ে                 যাবেই যখন চলে!! মিষ্টি প্রেমের বৃষ্টি দেব                 তোমার আঁখি জলে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)