সাহিত্য

ভুলিয়ে দিও

ভুলিয়ে দিও
ভুলিয়ে দিও। অগোচরে ঘুমিয়ে ছিলো স্বপ্নগুলো। হঠাৎ ওরা ভাসছে হাওয়ায় এলোমেলো। ভুলিয়ে দিও। কেইবা ওদের ঘুম ভাঙালো, আমায় কেন জানতে দিলো? আচমকা সে ঘুম ভাঙিয়ে চুপটি করে পালিয়ে গেলো? পথের বাঁকে স্বপ্নবোঝায় দাঁড়িয়ে আমি অবনত! মেঘদীপের হঠাৎ আলোয় ইতস্তত। বৃষ্টিফোঁটায় কাঁচের গুড়ো পড়ছে ঝরে, বিঁধছে আমায় প্রতিটি ক্ষণ বুকের ‘পরে। সেই বেদনার কিছুটা ভার তুমিও নিও, আর সময় পেলে আমায় তুমি ভুলিয়ে দিও। একলা বোঝা ব’য়ে আমার দু’খানি পা টলোমলো! নিভু নিভু প্রদীপখানির বুঝি এবার দিন ফুরালো। স্বপ্নগুলো যায় ভেসে যায় এলোমেলো আঁধাররাতে আবার ওরা পথ হারালো। তার’চে ভালো সেই তো বলো, কেমন ওরা ঘুমিয়ে ছিলো! ভুলিয়ে দিও। আমিও দেখো, ঘুমিয়ে যাবো সুপ্তিমেঘে, বিষাদগুলো উড়িয়ে দেবো মুক্তিবেগে! ২০/০৮/২০১৪ রাত ৯টা ৫০ মিনিট, ঢাকা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)