বিবিধ

সিভিল সার্ভিসে ঢালাও দুর্নীতির লাইসেন্স

সিভিল সার্ভিসে ঢালাও দুর্নীতির লাইসেন্স
  বিবিসি সংলাপে এক শ্রোতা বলল- যেহেতু সিভিল সার্ভিসে আমাদের মামা চাচা আত্মীয় স্বজনরাই জব করে, সুতরাং তাদের হয়রানি করার জন্যই অনেকে ফৌজদারি মামলা করতো এতদিন! এটা এখন আইনের মাধ্যমে বন্ধ হবে! শুনেন ভাই! সরকারী আমলাদের সবাই সমঝেই চলে। কেউ খালি খালি বনের বাঘকে ঘাটাতে যায়না। কিন্তু যখন এটা মৌলিক চাহিদার বিষয় হয়ে দাড়ায়, আমলাতান্ত্রিক ঘুষ খাওয়ার খপ্পরে ঘুরতে ঘুরতে অনেক মানুষেরই সহ্যের সীমা শেষ হয়ে যায়। হয়তো তখনই এই বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার দরকার পড়ে। এমনি এমনি কাউকে হয়রানি কেউ করেনা! আমলা আর কামলা ২ টি শব্দ কি সুন্দর ছন্দে ছন্দে মিলে যায়। এই আমলারা আবার পাবলিককে ভাবে কামলা! কলম আর রুমাল নাকি ইয়াতিম! এদের কোন বাপ মা নাই! যদিও কথাটা ঠিক না! মানুষ এসব বলে কলম মেরে দেওয়ার জন্য। সরকারী অফিস গুলো ও ইয়াতিম। কারন, প্রশাসনের ও কোন বাপ মা নেই , সন্তান অন্যায় করলে কার্যকর পদক্ষেপের জন্য বাবা মায়ের কাছে বিচার দেওয়ার ও কোন সুযোগ নেই! যাও একটু সুযোগ ছিল এতদিন, এখন নাকি কোন অফিসারের বিরুদ্ধে নালিশ করতে হলে সরকারের অনুমতি নেওয়া লাগবে! এটা কেমন কথা? ঘুষ খাওয়াকে হালাল আর নিষ্কণ্টক করাই কি এর উদ্দেশ্য! এমনিতেই যে কোন সরকারী সেবা নিতে গেলে যা নাজেহাল হতে হয়, আর ঘুষ না দিলে বাড়ির মিটারে বেশী বিল, পানির চড়া মূল্য তো আছেই। এতদিন রাজা ছিল সরকার, এখন রাজার আমলারা আরও বড় রাজা হয়ে যাবে! ঠিক যেন নীলকর জমিদার আর তাদের পাইক পেয়াদার গল্পের মতো। নীলকরদের চেয়ে তাদের পাইক পেয়াদাদের জুলুম আর শোষণের ক্ষমতা ও মাত্রা অনেক গুন তীব্র ছিল কিনা! তাদের দুর্নীতির ব্যাপারে সাধারণ জনগন একটা টু শব্দ ও করতে পারবে না, বাসার বিদ্যুৎ লাইন কেটে দিয়ে যাবে, ৪ থেকে ৫ অংকের টাকা দাবী করবে ১০০ টাকার পানি বিল ১০০০ টাকা আসবে, গ্যাসের চুলা না জ্বললেও বা কি! ভালোই তো স্বাধীনতা পেয়েছে জনতা! যাক, আমরা মেনে নিয়েছি সব কিছুই। গোলামীতেই আমাদের গৌরব

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ