বিবিধ

নারীর মর্যাদা

নারীর মর্যাদা
যুগেযুগে আমি অবহেলা পেয়ে, সয়ে গেছি মুখ বুজে,  কোথায় রয়েছে সম্মান মোর, পাইনি কভু তা খুঁজে।  ঘরে বল, আর সমাজেই বল, ছিলনা কোথাও ঠাঁই,  আমিও যে মানুষ- এই কথা যেন ভুলে ছিল সবাই।  . এই তন্ত্র, সেই মতবাদ, সবার দুয়ারে গিয়েছি, সমাধান কভু পাইনি কোথাও ব্যর্থ হয়ে ফিরেছি।  চলার পথে সম্মুখে এক আলোর দেখা পেলাম,  ঝলমল করা সেই আলোটির নাম হল- ইসলাম।  . ইসলাম মোরে দিয়েছে দেখ অগণিত সম্মান,  দুনিয়া ও আখিরাতের মুক্তির জয়গান।  যেদিন আমি জন্মেছিলাম এই ধরণীর বুকে, জান্নাতের বারতা নিয়ে এসেছিনু হাসিমুখে। . স্নেহ দিয়ে মোরে পালন করেছে সযতনে পিতামাতা,  জেনে গেছে তারা এর সাথে আছে মুক্তির বারতা। আরও জেনেছিল মোর সাথে যদি করা হয় সদাচরণ, জান্নাতে হবে রাসুলের সাথে পাশাপাশি আবাসন।  . ধীরেধীরে আমি বড় হতে থাকি সকলের ভালবাসায়, এবার আমার জীবনে এলো নতুন এক অধ্যায়। বধূরূপে আমি প্রবেশ করেছি নতুন এক জগতে, এখানেও আমি আকাশের চাঁদ পেয়ে গেছি যেন হাতে।  . সবাই আমারে করেছে আপন দিয়েছে ভালবাসা, এরচেয়ে বেশি কোন কিছু কি মোর মনে ছিল আশা?  সবসময়ে সুখ আর দুখে পাশে থাকে যেইজন, সে যে মোর স্বামী তার কাছে আমি অতি আপনজন।  . এতসব আমি পেয়েছি কিভাবে? জানতে চাও? শোন! মহান আল্লাহ দিয়েছেন মোরে এত সম্মান জেনো।  তিনি দিয়েছেন নারী পুরুষের সমান অধিকার  তাইতো আমি শুকরিয়া তাঁর জানাই বারংবার।  . পূর্ণতা মোর আসলো সেদিন, যেদিন হয়েছি মা, এত মর্যাদা আমিতো আর কোথাও দেখিনা!  সন্তানের জান্নাত সেতো আমারই পদতলে, তাইতো তারা হাসিমুখে মোরে রেখেছে মাথায় তুলে। . বয়স আমার অনেক হল বৃদ্ধা হয়েছি আমি, স্বজনের কাছে এখনও আমি অনেক বেশি দামী।  অনেক যতনে রেখেছে তাহারা শিশুসম আমারে, এই সম্মান কি আর কোথাও পাওয়া যাবে? আহারে! . আলোকের সেই ঝর্ণাধারায় অবগাহন করি, মুক্তির পরশ পেয়েছি আজ, আমি আলোকিত নারী।  এই আলোতেই সারাটা জীবন থাকতে আমি চাই, উভয় জাহানে মুক্তির আর কোন উপায় নাই।  [নারীর মর্যাদা একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিদিনই হোক নারীর জন্য সম্মানের আর মর্যাদার। ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দেয়। জীবনের ধাপে ধাপে একজন নারীর যে সম্মান ও মর্যাদা পাওয়ার কথা, তা কেবল ইসলামের পরিপূর্ণ অনুশীলনের মাধ্যমেই সম্ভব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমীন।]

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ