বিবিধ
নারীর মর্যাদা
ব্লগটি লিখেছেন: maryam
| ৮ মার্চ ২০১৪

যুগেযুগে আমি অবহেলা পেয়ে, সয়ে গেছি মুখ বুজে,
কোথায় রয়েছে সম্মান মোর, পাইনি কভু তা খুঁজে।
ঘরে বল, আর সমাজেই বল, ছিলনা কোথাও ঠাঁই,
আমিও যে মানুষ- এই কথা যেন ভুলে ছিল সবাই।
.
এই তন্ত্র, সেই মতবাদ, সবার দুয়ারে গিয়েছি,
সমাধান কভু পাইনি কোথাও ব্যর্থ হয়ে ফিরেছি।
চলার পথে সম্মুখে এক আলোর দেখা পেলাম,
ঝলমল করা সেই আলোটির নাম হল- ইসলাম।
.
ইসলাম মোরে দিয়েছে দেখ অগণিত সম্মান,
দুনিয়া ও আখিরাতের মুক্তির জয়গান।
যেদিন আমি জন্মেছিলাম এই ধরণীর বুকে,
জান্নাতের বারতা নিয়ে এসেছিনু হাসিমুখে।
.
স্নেহ দিয়ে মোরে পালন করেছে সযতনে পিতামাতা,
জেনে গেছে তারা এর সাথে আছে মুক্তির বারতা।
আরও জেনেছিল মোর সাথে যদি করা হয় সদাচরণ,
জান্নাতে হবে রাসুলের সাথে পাশাপাশি আবাসন।
.
ধীরেধীরে আমি বড় হতে থাকি সকলের ভালবাসায়,
এবার আমার জীবনে এলো নতুন এক অধ্যায়।
বধূরূপে আমি প্রবেশ করেছি নতুন এক জগতে,
এখানেও আমি আকাশের চাঁদ পেয়ে গেছি যেন হাতে।
.
সবাই আমারে করেছে আপন দিয়েছে ভালবাসা,
এরচেয়ে বেশি কোন কিছু কি মোর মনে ছিল আশা?
সবসময়ে সুখ আর দুখে পাশে থাকে যেইজন,
সে যে মোর স্বামী তার কাছে আমি অতি আপনজন।
.
এতসব আমি পেয়েছি কিভাবে? জানতে চাও? শোন!
মহান আল্লাহ দিয়েছেন মোরে এত সম্মান জেনো।
তিনি দিয়েছেন নারী পুরুষের সমান অধিকার
তাইতো আমি শুকরিয়া তাঁর জানাই বারংবার।
.
পূর্ণতা মোর আসলো সেদিন, যেদিন হয়েছি মা,
এত মর্যাদা আমিতো আর কোথাও দেখিনা!
সন্তানের জান্নাত সেতো আমারই পদতলে,
তাইতো তারা হাসিমুখে মোরে রেখেছে মাথায় তুলে।
.
বয়স আমার অনেক হল বৃদ্ধা হয়েছি আমি,
স্বজনের কাছে এখনও আমি অনেক বেশি দামী।
অনেক যতনে রেখেছে তাহারা শিশুসম আমারে,
এই সম্মান কি আর কোথাও পাওয়া যাবে? আহারে!
.
আলোকের সেই ঝর্ণাধারায় অবগাহন করি,
মুক্তির পরশ পেয়েছি আজ, আমি আলোকিত নারী।
এই আলোতেই সারাটা জীবন থাকতে আমি চাই,
উভয় জাহানে মুক্তির আর কোন উপায় নাই।
[নারীর মর্যাদা একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিদিনই হোক নারীর জন্য সম্মানের আর মর্যাদার। ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দেয়। জীবনের ধাপে ধাপে একজন নারীর যে সম্মান ও মর্যাদা পাওয়ার কথা, তা কেবল ইসলামের পরিপূর্ণ অনুশীলনের মাধ্যমেই সম্ভব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমীন।]
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৩)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৩)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 978 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 935 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 830 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 807 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 798
অনলাইনে আছেন:
জনপ্রিয় ট্যাগসমুহ:
সম্পর্কিত ব্লগ

টুকরো কথন-৪
Women Express
১৭ মে ২০২৩

টুকরো কথন-৩
Women Express
৬ ফেব্রুয়ারী ২০২৩

টুকরো কথন-২
শুকনোপাতার রাজ্য
৬ ফেব্রুয়ারী ২০২৩

অতল নামের তীব্র ছটা
লাল নীল বেগুনী
৬ জুলাই ২০২১
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন

প্রোষিতভর্তৃকা-১
ফাতিমা মারিয়াম
১৩ জুন ২০১৪

কল্পলোকের গল্প নয়-১০
ফাতিমা মারিয়াম
৩১ মার্চ ২০১৪

কল্পলোকের গল্প নয়-৯
ফাতিমা মারিয়াম
২৭ মার্চ ২০১৪

কল্পলোকের গল্প নয়-৮
ফাতিমা মারিয়াম
২৬ মার্চ ২০১৪
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)