বিবিধ

কি আর বলব তোমাকে!!

কি আর বলব তোমাকে!!
কি আর বলব তোমাকে! ও যখন জামিল কে বর সাজার বদলে কাফন পরতে দেখলো তখন ঠোঁট গুলো ওর নড়ছিলো। আমি কান পেতেছিলাম শুনব বলে। জামিলের মাথায় হাত বুলিয়ে ও হয়তো বলছিলো 'আসছি আমিও' 1926909_818410488192679_6917070781113027911_n কিংবা ওই বাড়ির ছেলেটার রক্তাক্ত হাসি আমাকে মোহিত করে। 10423961_673793782709629_6455893782975150876_n কিংবা কোনো বিশ্ব মোড়লকে স্মরণ করিয়ে দেয়া ছেলেটা যে মনে করিয়ে দিচ্ছিলো রকেটের উপরও একজন আছেন। 10463895_677473992336763_4698996799835058247_n সেইযে দাদুটা! মনে আছে তার কথা? চশমাটা আর পরা হয়ে উঠলনা তার। 10483172_611626338950461_7732055673633324246_n হয়তো বুঝে গেছ আশে পাশে সব গলিতে এখন শুনশান সতর্কতা ওইযে ওই ভাঙা বাড়িটা থেকে কে একজন বেরিয়ে এলো। অন্ধকারে আমি ওর চোখে একটা ঝলক দেখেছি জানো? বিকেলেই সে দাঁতে দাঁত চেপে বোনটাকে কবর দিয়ে এলো তার পাশে দেড় হাত লম্বা আরেকটা কবর। দেড় হাত কাফনের পুটুলিটা ও যখন নামাচ্ছিলো তখন ইঞ্চি খানেক লম্বা দুটো আঙ্গুলে চুমু খেয়ে এই প্রথম বার কাঁদতে দেখেছি ওকে। 10527647_733714363353057_1957383813191911906_n উঁকি দিয়ে দেখবে ওর মুষ্ঠিবদ্ধ হাত? রকেট বা বোমারু বিমানগুলোর দিকে ওরা নির্বিকার চেয়ে থাকে। ওরা মৃত্যু কে না বরং মৃত্যুই ওদের দেখে ভড়কে যায়। তাইতো ছয়কোনা তারকার হিম্মত নেই ওদের সামনে এসে দাঁড়াবার। তাই সাবাত ডে'তে গোলটুপির রক্ষাকবজ পরেও খুব বেশি অনিরাপদ। প্যালেস্টাইন বলো বা গাজাই বলো ছয়কোনা তারা তাঁদের আকাশেই স্থান পায়নি! বিশ্বাস হয়না? মিলিয়ে দেখো তবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন