বিবিধ

হাতড়ে দেখি আমাদের কারো মেরুদনড নেই

হাতড়ে দেখি আমাদের কারো মেরুদনড নেই
তারপর যখন আমরা রাত জাগার প্রস্তুতি নিচ্ছি ততক্ষণে কেউ একেবারেই ঘুমিয়ে পড়লো আর জেগে উঠবেনা বলে। সেই মানুষটার মেরুদন্ডের শোক যখন আমাদের বিহবল করে ফেলে, তখন আমি চুপি চুপি হাতড়ে দেখি আমাদের কারোই মেরুদন্ড নেই! আমাদের কেউ বলে উঠল ক'টা গোল হলো আজ? আমাদের রাতের আকাশটায় ছিল অনেক আতশবাজির ফুলঝুরি। চোখের কোন দিয়ে আরেকটা আকাশের আতশবাজির বিস্ফোরণ দেখতে পাই। সেই আতশবাজিটা এক পা দু পা হেঁটে বেড়ানো তুলতুলেটাকে কেমন ঘুম পাড়িয়ে দিলো, তুলতুলেটা যেই ছাদে খেলতো সেই ছাদটা এখন মাটিতে। আমাদের কেউ যেন জিজ্ঞেস করলো ক'টা গোল হলো আজ? তখনো আমরা জেগে। টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষায় আছি কান ফাটানো চিৎকার দেবো তাই। আরেকটা আকাশের নিচ থেকে আসা চলতে থাকা চিৎকার শুনতে পেলাম। ওখান থেকে বইতে থাকা বাতাস কেমন ঝাঁঝ মেশানো নোনতা আঁশটে গন্ধ বয়ে নিয়ে এলো। ধোঁয়া ওঠা খাবারের গন্ধে ওই নোনতা আঁশটে গন্ধটা মিলিয়েই গেলো। তারপর আমাদের কেউ জানতে চাইলো ক'টা গোল হলো আজ? খবর পেলাম পঁয়ত্রিশ নাম্বার ট্যাগ লাগানো রক্তে মাখা মাখি মৃতদেহটার বয়স ছিলো 'আট' কিন্তু সাতটা গোলের কষ্ট আর আনন্দের রেশিওতে 'আট' আর 'পঁয়ত্রিশ' কে তলানিতে দেখলাম। তখন থেকে এখন, আমরা অপেক্ষায় আছি। ক'টা গোল হতে পারে আজ??????

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন