উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

সমঅধিকার কি খুব দরকার তোমার?

সমঅধিকার কি খুব দরকার তোমার?
  - অমুক মন্ত্রনালয় থেকে একটা প্রজেক্টে মেয়েদের কে রাজমিস্ত্রির কাজ পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। যদিও আগে ধরা হতো মেয়েরা এই কাজ পারে না।কিন্তু, মেয়েরা এখন সব পারে। এক ক্লাসে এক নারীবাদী শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন। বলতে বলতে এই কথা বললেন।  এক বান্ধুবি আরেক বান্ধুবিকে খোঁচা মেরে বলল -আচ্ছা! রাজমিস্ত্রির কাজ করতে গেলে আমার এই সুন্দর সুন্দর নখ আর হাতের চামড়া নষ্ট হয়ে যাবে না? এর কিছুক্ষণ পর উনি আবার বললেন - এখনো কিন্তু পারিশ্রমিক নিয়ে বৈষম্য হয়। গার্মেন্টস এ এখনো মেয়েদের বেতন কম দেওয়া হয়, পুরুষের তুলনায়। আমরা ও তাই বলি। গার্মেন্টস এ নারী শ্রমিকদের জন্য মালিকরা লালে লাল হচ্ছে। কারন, বেতন কম দিয়েই খালাস। দরকার কি বেশী টাকা দিয়ে পুরুষ কর্মচারী রাখার! আর এখন যদি রাজমিস্ত্রির কাজ টা ও শিখিয়ে নেওয়া যায়, আরও ভালো। সামনে থেকে বিল্ডিং আর বড় বড় এপার্টমেন্ট বানাতে ঘাম ঝরাবে নারী শ্রমিকরা। আর ওদিকে পুরুষের চেয়ে কম শ্রম মূল্য দিয়ে আরও লাভবান হবে হাউজিং কোম্পানির মালিকরা। নারী! তুমি শুধু স্বাধীনতাই চিনলে! চিনলে না সত্য ধর্মকে। যা বৈষম্য করেনি তোমার আর পুরুষের মাঝে! কোথাও বলেনি যে- পুরুষ শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দাও। ইসলাম চেয়েছে, তোমার নখ, তোমার হাতের তালু নরম থাকুক! আর পাশ্চাত্য তোমাকে রাজ মিস্ত্রী বানাতে চায়। কারন,তুমি ভাবো এটা স্বাধীনতা, আর ওরা চায় তোমাকে শোষণ করতে। কারন তোমাকে শোষণ করা অনেক সোজা। তাই, তুমি যতো কঠিন কঠিন কাজ শিখবে, ততোই সস্তায় তোমার শ্রম কেনা যাবে। যেমন ফেয়ার অ্যান্ড লাভ্লির বিজ্ঞাপনে তোমাকে ব্যবহার লাখ টাকা খরচ করে বানানো যায় কোটি কোটি টাকা! নারী তুমি আপার ক্লাস মডেল হও, আর রাস্তার ইট ভাঙ্গা শ্রমিক ই হও না কেন, তোমাকে ঠকাতে ওরা ওস্তাদ। শুধু একটা স্বাধীনতার সান গ্লাস কোনমতে বুঝিয়ে শুনিয়ে পড়াতে পারলেই হয়। নারী ! সমঅধিকার কি খুব দরকার তোমার? যখন কোথাও এরচেয়েও বেশী কিছু তোমাকে ইসলাম দিতে চায়?

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ