সাহিত্য

কল্পনা বিলাসী

কল্পনা বিলাসী
754615 মনের হলুদ রঙের পাতায়, বৃষ্টি লাল রঙের। দৃষ্টিতে নীল-সাদা আকাশ; হাসি লাজুক ঢঙের। আমার হাতে পেইন্ট ব্রাশ, চশমায় বেগুনি ছাঁচ, সবুজের আঁকিবুঁকি পুরো ক্যানভাস। | আমার কোলের উপর বাগান কমলা গোলাপি ফুল, সেখানে প্রজাপতি হাজার; গাছে মিঠে কুল। আমার গা জড়িয়ে রোদ, চোখেতে নীল নদ, সোনালী ঝিকিমিকি বইছে স্রোত। | আমি কোন এক পরি, ডানায় রুপালী কাজ। পাখ ছড়িয়ে বাতাসে ভাসি, মাথাতে হীরের তাজ। হাওয়ায় উড়িয়ে কালো চুল, কানেতে জোড়া দুল, এনে ফুলের সুবাস মৌমাছি ভাঙাল ঘুম।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)