সাহিত্য

অসমাপ্ত অনুরাগ

অসমাপ্ত অনুরাগ
lonely-girl-road-fantasy-x-279772 কোন এক রাতে হয়তো ঘুম ভেঙ্গে বুঝবে তোমার পুরো ঘর আলোয় ভেসে যাচ্ছে হয়তো তুমি জানালা দিয়ে উকি মেরে দেখবে কোন সে চন্দ্রিমার জোছনা নুপুর পায়ে নাচছে! তুমি হয়তো ফুলদানির শুকনো ফুল হাতে রাখবে আমার উপরে যে ফুলের বাগান লাগিয়ে এসেছ ভাব্বে হয়তো তাতে কয়টা ফুল এই আলোয় ফুটবে আমাকে ভেবে সেই পুষ্প রেণু হৃদয়ে মেখেছ। আর কত? আমিতো শুয়ে আছি। এভাবেই থাকতে দাওনা আমাকে! আর কত চাঁদের আলোয় তোমার ঘুম ভাঙ্গাতে আমায় আসতে হবে? দোহাই ভুলে যাও আমাকে............

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)