অনির্ধারিত

মাদের সেক্রিফাইস না নির্বুদ্ধিতা ?

মাদের সেক্রিফাইস না নির্বুদ্ধিতা ?
আমাদের মা দের স্বভাব হল কোন ভালো কিছু রান্না করলে বলবে তোরা খা, তদের আব্বুক দে, আমার ক্ষুধা নেই। এটাকে ওনারা মনে করেন স্বামী সন্তানদের জন্য সেক্রিফাইস করলেন। প্রশ্ন হল, যখন ৬ পিস কেক থাকে, মা স্বামীকে ৩ পিস আর ছেলেকে/ মেয়েকে ৩ পিস দিলেন আর নিজে কিছুই খেলেননা। এটা কি সেক্রিফাইস হল? এটা নির্বুদ্ধিতা না? ছেলেকে ২ টা দেন স্বামীকে ২ টা দেন নিজেও ২ টা নেন। ওদেরকে একেবারে উদর পূর্তি করালেন নিজে কানা করিও ছুলেননা এটা অবশ্যই নির্বুদ্ধিতা। তবে হ্যাঁ, যদি এমন হয় আছে মাত্র ৫ পিস আপনি একটা কম খেলেন সেক্রিফাইস করলেন। কিন্তু আমার চরম রাগ উঠে ঐ সমস্ত নির্লজ্জ পুরুষদেরকে দেখে যারা এভাবে উদর পূর্তি করে খায় আর বউ খেল কিনা খেয়াল করেনা আর খেয়াল করলেও ভাবে মেয়ে মানুষরা এমন ই হয়। বলবেন হয়তো, এখনকার যুগের ছেলেরা এমন নেই বউদের খেয়াল রাখে......। কিন্তু ভাই, কয়জন? হ্যাঁ তারা একটু আপডেট হয়েছে বটে । তার নমুনা হল, বউ পিঠা ভাজছে , স্বামীকে গরম গরম এনে দিল স্বামী কয়টা খেয়ে রান্না ঘরে গিয়ে বউএর মুখে একটা তুলে দিলে। বাস ভালোবাসা দেখানো হইছে। এরপর নিজে যে ১০ খেল আর বউ যে ২ বা ৩ টা খেলো তার কী হিসাব রাখে? আবার ভাজার সাথে সাথে নিজেরা গরম গরম খায় কিন্তু বউটা গরমে দাড়িয়ে সব ভাজা শেষ করে তারপর খেতে গিয়ে দেখে ক্ষুধা মরে গেছে, তাই ২ / ১ তার বেশী খেতে পারেনা। তখনত ঐ পুরুষরা বলেন, এতো সাধি সেইত খেতে পারেনা। আসলে মেয়ে মানুষদের পেট ই ছোটো।  :roll: আবার অনেককেই বলতে শুনি , যেখানে কেকের পিস ৪ টা মানুষ ৫ জন, মা বলে আমার ক্ষুধা নেই, এই হোলো মা, হেন তেন......। আবার আমিও লিখলাম ৫ পিস হলে মা ১ টা খাবে পেণ পেণ......। নাহ এইটা মানতেও আমী রাজি না। আরে পোলাপাইন আপনারা শিক্ষিত যুগের শিক্ষিত মানুষ, এটা মাথায় আসেনা কেন যে আমরা কেন সবাই খাবো আর মা বেচারি না খেয়ে থাকবেন? তার অপরাধটা কী মশাই? আপনাদের সবার পিস থেকে একটু একটু করে ভাগ দিলেইত মায়ের জন্য সুন্দর একটা পিস হয়ে যায়। আগেরকার যুগের মেয়েরা মাদের এই কষ্ট বুঝত, কিছু ছেলেও বুঝত। নিজেদের থেকে ভাগ দিত। এখনকার ছেলেরাত দূরে থাক মেয়েরাই আর বুঝেনা। তাদের নজর সারাক্ষণ ভাইদের দিকে যে, ভাইরা তাদের থেকে ১ ইঞ্চিও বেশী পেলো কিনা? তাহলেত আর সমঅধিকার হবেনা! :evil:  কিন্তু মার অধিকার নিয়ে কেও ভাবেনা :( [ বিঃ দঃ এই দুনিয়ায় নানান মানুষ বাস করে। সবার ভিতর ব্যতিক্রম ও আছে। ওনারা আবার দুঃখ পাইয়েননা। সবার বিবেক জেগে উঠুক, এই কামনায় ইতি। ]  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)