সাহিত্য

চলি এসো

চলি এসো
আমাদের কথাগুলো কখনো ধুলিমলিন, পুরনো, অনেকটা আগের দিনের মতো (১৪০০ বছর), সংকীর্ণতা দুরে ঠেলে,হীনমণ্যতা পেছনে সরিয়ে, দিকভ্রান্তকে পথ দেখাতে আমাদের এই প্রচেষ্টা! অনেক জমানো সত্যকে সামনে আনা, যা কেবল খুব দ্রুত আড়াল হয়ে যাচ্ছে।   কখনো হতাশার অন্ধকারে পথ হারাতে বসি, অনাকাংখিত ঝড়ে ভীত হয়ে চুপসে থাকি, সাইক্লোন, সুনামী সবটায় আমাদের দৃষ্টির সামনে, অনেকটা হারিয়ে যেতে বসা আমরা খেই হারিয়ে ফেলি, তবুও পরক্ষণেই দৃপ্ত পদভারে মুখরিত হয় আমাদের অংগণ, আমরা সৌহার্দপূর্ণ হই, একে অপরের কষ্টে এগিয়ে আসি, আর বলি এমনই যেন থাকি প্রতিনিয়ত!   আমাদের নিবীড় সাহচর্য কাউকে অনাবিল আনন্দ দেয়, আমরা কখনো বস্তুগত প্রয়োজন পূরণে এসব করিনা, করবওনা, আমরাতো এক বিশাল প্রতিদানের প্রতিক্ষায়, এক স্বপ্নময় পরবর্তীর  অপেক্ষায়, এক অসম্ভব সুন্দর দর্শণের জন্য আকাংখায়, তবে আর কী! চলি এসো!  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)