সাহিত্য

রুদ্ধ বিলাস

রুদ্ধ বিলাস
boishakhi mela তপ্ত দগ্ধ শুষ্ক পুরোনো জড়া জঞ্জাল যত, আজি এ প্রভাতে প্রাণের সকাসে হয়ে যাক সব গত। যা কিছু মলিন হয়ে প্রাণহীন ছিল এ হৃদয়পটে, দুর করি আজ সাজি নব সাজ মাতি রাঙ্গা উল্লাসে। জড়া উড়ায়ে ব্যাথা সরায়ে ডাকিছে নূতন লগ্ন, রুদ্ধ বিলাস কাঁপা অভিলাষ উন্মুখ মোর স্বপ্ন। যতনে প্রয়াসে যা কিছু হেরিছে প্রগলভ চাপা পরশে.. মিলিছে দ্বিধা বুজিছে আশা মৌন বিধুরো অরশে…। ভুলি ক্ষত হায়! দুরি সংশয়, যাচি মম মধুরতা নূতন বর্ষে মিলনের টানে, অন্তপুরানে হেঁকে যাওয়া বানে- জাগে নব কথকতা।।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)