সাহিত্য

স্বপ্ন কথন

স্বপ্ন কথন
outing জোছনা রাতের স্বপ্ন আমার আকাশ ছোঁয়ার সাধ যে নিত্য ভাবি ব্যর্থ আমি- আজ হয়নি? ক্ষতি নেই, হবেই পূরন কালকে। ডানায় আমার আগল ঝোলে, যায়না কভু খোলা- দু’চোখ জুড়ে স্বপ্ন বুনেই যায় কেটে যায় বেলা। আকাশ! সেতো দৃষ্টিসীমায়.. ধরা ছোঁয়ার বাইরে- পাখী আমি ঠিকই তবু, ডানা আমার নাইরে! ক্ষুদ্র আমি, গৌন আমি, লৌকিকতা বুঝিনা দুঃখ পেলেই কাঁদতে যে হয়, সেটাও ভালো পারি না। সুখপাখীটা দেয়না ধরা তবু খুজি সুখ আমি- অনলদ্রোহে খাক হয়ে যায় হরিৎ হৃদয়ভূমি। একলা পাখী, একলা আকাশ, শূন্য হিয়ার দেয়াল সঙ্গীহিনা হৃদয়জুড়ে অদ্ভুতুড়ে খেয়াল। হেথায় খুজি, হোথায় খুজি, কোথা পাইনা কা’রে.. বলবো কি রে মনের ব্যথা- বাঁধবো প্রানে তারে।।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)