সাহিত্য

দ্বিধান্বিত প্রতিবিম্ব

দ্বিধান্বিত প্রতিবিম্ব
ঐখানে অলিক ঘটনার বিস্তারিত বিবরণ দেখে নিমিষেই দৃষ্টি পলকহীন তাকিয়ে থাকে, যেন ভূলে যাওয়ার সব তালিকার সাথে যোগ হয়ে যায় এই ব্যাপারটিও, আচ্ছা, আমি কী কখনো চোখের পাতা নাড়াচাড়া করতাম!! এক ক্ষীণ হাসির শব্দ শুনে ভড়কে যাওয়া চেহারায় যোগ হয় লজ্জা আর অভিমান। ক্ষণিক হজম শেষে ভাবতেই হয়, তোমরা নাকী আমাদের আয়না!? জানিতো,মুমিন মুমিনের জন্য আয়না স্বরুপ! ঐখানে তাকিয়ে যদি দ্বিধাদ্বন্দের শুরু হয় তবে কিসের আর আয়না দেখা? ঐ প্রতিবিম্বের দিকে তাকালেতো নিজের চেহারাটাও ভূলে যাবো!! যাও, ফ্রেশ আয়না নিয়ে এসো ঐ দ্বিধান্বিত প্রতিবিম্বে আর দৃষ্টি রাখতে চাইনা! যেখানে প্রতিটি সুক্ষ্ন দাগ ষ্পস্ট হয়ে ওঠে, যেখানে উচ্চারণ করে বলে দেওয়ার আগেই, চোখের সামনে ধরা দেয় সব ধরণের জটিলতা। সব কিছুতেই অন্যরকম মিল থেকে যায়, আর যেটুকুই অমিল সেই টুকুতেই কিছু ভুল.. যা শোধরানোর প্রয়োজন আপনাতেই বোধ হয়। তবেই তো  প্রতিবিম্ব মনে হবে,তাছাড়া কাঠের কোন বস্তু ছাড়া আর কিছু মনে হবে কি???  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)