ঐখানে অলিক ঘটনার বিস্তারিত বিবরণ দেখে
নিমিষেই দৃষ্টি পলকহীন তাকিয়ে থাকে,
যেন ভূলে যাওয়ার সব তালিকার সাথে যোগ হয়ে যায়
এই ব্যাপারটিও,
আচ্ছা, আমি কী কখনো চোখের পাতা নাড়াচাড়া করতাম!!
এক ক্ষীণ হাসির শব্দ শুনে ভড়কে যাওয়া চেহারায় যোগ হয় লজ্জা আর অভিমান।
ক্ষণিক হজম শেষে ভাবতেই হয়,
তোমরা নাকী আমাদের আয়না!?
জানিতো,মুমিন মুমিনের জন্য আয়না স্বরুপ!
ঐখানে তাকিয়ে যদি দ্বিধাদ্বন্দের শুরু হয় তবে কিসের আর আয়না দেখা?
ঐ প্রতিবিম্বের দিকে তাকালেতো নিজের চেহারাটাও ভূলে যাবো!!
যাও, ফ্রেশ আয়না নিয়ে এসো ঐ দ্বিধান্বিত প্রতিবিম্বে আর দৃষ্টি রাখতে চাইনা!
যেখানে প্রতিটি সুক্ষ্ন দাগ ষ্পস্ট হয়ে ওঠে,
যেখানে উচ্চারণ করে বলে দেওয়ার আগেই, চোখের সামনে ধরা দেয় সব ধরণের জটিলতা।
সব কিছুতেই অন্যরকম মিল থেকে যায়,
আর যেটুকুই অমিল সেই টুকুতেই কিছু ভুল..
যা শোধরানোর প্রয়োজন আপনাতেই বোধ হয়।
তবেই তো প্রতিবিম্ব মনে হবে,তাছাড়া কাঠের কোন বস্তু ছাড়া আর কিছু মনে হবে কি???
সাহিত্য
দ্বিধান্বিত প্রতিবিম্ব
ব্লগটি লিখেছেন: nasrin-mahmud-sima
| ২৭ মার্চ ২০১৪
ঐখানে অলিক ঘটনার বিস্তারিত বিবরণ দেখে
নিমিষেই দৃষ্টি পলকহীন তাকিয়ে থাকে,
যেন ভূলে যাওয়ার সব তালিকার সাথে যোগ হয়ে যায়
এই ব্যাপারটিও,
আচ্ছা, আমি কী কখনো চোখের পাতা নাড়াচাড়া করতাম!!
এক ক্ষীণ হাসির শব্দ শুনে ভড়কে যাওয়া চেহারায় যোগ হয় লজ্জা আর অভিমান।
ক্ষণিক হজম শেষে ভাবতেই হয়,
তোমরা নাকী আমাদের আয়না!?
জানিতো,মুমিন মুমিনের জন্য আয়না স্বরুপ!
ঐখানে তাকিয়ে যদি দ্বিধাদ্বন্দের শুরু হয় তবে কিসের আর আয়না দেখা?
ঐ প্রতিবিম্বের দিকে তাকালেতো নিজের চেহারাটাও ভূলে যাবো!!
যাও, ফ্রেশ আয়না নিয়ে এসো ঐ দ্বিধান্বিত প্রতিবিম্বে আর দৃষ্টি রাখতে চাইনা!
যেখানে প্রতিটি সুক্ষ্ন দাগ ষ্পস্ট হয়ে ওঠে,
যেখানে উচ্চারণ করে বলে দেওয়ার আগেই, চোখের সামনে ধরা দেয় সব ধরণের জটিলতা।
সব কিছুতেই অন্যরকম মিল থেকে যায়,
আর যেটুকুই অমিল সেই টুকুতেই কিছু ভুল..
যা শোধরানোর প্রয়োজন আপনাতেই বোধ হয়।
তবেই তো প্রতিবিম্ব মনে হবে,তাছাড়া কাঠের কোন বস্তু ছাড়া আর কিছু মনে হবে কি???
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1809 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1708 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1551 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1546 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1501
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
Pen friend
নাসরিন সিমা
১৮ জুন ২০২০
আবদ্ধ রুটিন
নাসরিন সিমা
২৮ মে ২০২০
ফাতিমা আল ফিহরি
নাসরিন সিমা
১৮ মে ২০২০
বৈশাখী সম্ভ্রম
নাসরিন সিমা
১৪ এপ্রিল ২০২০
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)