সাহিত্য

মিথ্যে মায়া

মিথ্যে মায়া
জীবন শেষে আসবে মরণ নয়তো এটা কল্পনা সময় হলেই নেবো বিদায় মরণ আমায় ছাড়বেনা। বিদায় বেলার করুণ সময় আসবে কোন একটি দিন সেদিনের সেই সময়টাতেই বাজবে আমার মরণ বীণ। কিছুদিনের জন্য কেউবা খুঁজবে আমায় স্মৃতিতে স্মৃতি গুলো হারিয়ে গেলে রাখবেনা কেউ মনেতে। সুখের সময় আসবে যখন হাসবে সবাই খুশিতে ভুলে যাবে আমিও ছিলাম তাদের সবার পাশেতে। কখনো কেউ ভুলেও কভু আমায় তো আর ডাকবেনা প্রিয়জনের ভীড়ের মাঝে কখনো কেউ খুঁজবেনা।।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)