সাহিত্য

নীল আকাশ

নীল আকাশ
নীলের মাঝে সুখ খুঁজে নেয় বিশাল আকাশ সব ধরণের গ্রহদের সেথা নিত্য নিবাস। সকাল বেলার আলোর উদয় ঐ আকাশে সব সৃষ্টির নিত্য নতুন স্বপ্ন ভাসে। পাখিরা তো উড়তে থাকে আকাশ পানে নতুন করে বাঁচতে শেখার স্বপ্ন বোনে। আকাশ দেখেই সময় জ্ঞানের আবিষ্কার দিন ও রাতের সঠিক আকার পরিষ্কার। গোধুলী বেলায় আকাশ থাকে লালিমা সাজে সন্ধা আসবে দিনের শেষে নতুন কাজে। রাত্রি এসে আকাশকে দেয় চাঁদ ও তারা এসব পেয়ে আকাশ হাসে প্রাণ কাড়া। মাঝে মাঝে নীল আকাশের মুখটা হয় কালো কাঁদতে থাকে বৃষ্টি হয়ে দেয়না কোন আলো। আকাশ শেখায় মহান হতে নিত্যদিনই প্রভুর আদেশ মানতে শেখায় প্রতিক্ষনই। আসুননা তাই মহান হয়ে চলতে শিখি সৃষ্টি হয়ে স্রষ্টার আদেশ মানতে শিখি।।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)