অনির্ধারিত

স্বাধীনতার মানে

স্বাধীনতার মানে

স্বাধীনতা নয়
আশ্রয়হীন হয়ে রাস্তায় পড়ে থাকা,
স্বাধীনতা নয়
একমুঠো ভাতের জন্য হাহাকার করা,

স্বাধীনতা নয়
নর্দমায় উচ্ছিষ্ট খুঁজে বেড়ানো হাঁড় জিরজিরে শরীর,
স্বাধীনতা নয়
দামী খাবারে ভর্তি করা কিছু মানুষের উদর,

স্বাধীনতা নয়
সন্তানহারা বৃদ্ধ মায়ের চোখের পানি,
বছর আগে যে গুম হয়েছিলো।

স্বাধীনতা নয়
গুম হওয়া বাবাকে ফিরিয়ে দিতে কিশোরী মেয়ের আকুলতা,
নয়ত 'বাবার সাথে আমাকেও গুম করে দিন' বলা।

স্বাধীনতা নয়
স্বার্থের লোভে সত্যকে চাপা দেওয়া,
স্বাধীনতা নয়,
টাকার খেলায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়া।

স্বাধীনতা নয়
যৌতুকের বলী কিশোরী মেয়ের লাশ,
স্বাধীনতা নয়
প্রতিযোগিতার নামে বেহুদা জীবন নাশ।

স্বাধীনতা মানে
সমান সুযোগ, নিরাপদে জীবনযাপন,
স্বাধীনতা মানে
সামনে এগিয়ে যাওয়া; থাকবেনা কোন পিছুটান।

স্বাধীনতা মানে
সব ভেদাভেদ ভুলে নতুন দিনের গান,
স্বাধীনতা মানে
বাংলাদেশ আমার প্রাণ।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)