বই পরিচিতি/বই রিভিউ

শেষ জোৎস্না

শেষ জোৎস্না

শেষ জোৎস্না রোকনুজ্জামান রিপন রচিত একটি সায়েন্স ফিকশন ও ক্রাইম থ্রিলার বই। এটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। বইটি রহস্য, বিজ্ঞান কল্পকাহিনি এবং অপরাধ তদন্তের সমন্বয়ে রচিত হয়েছে।

বই পরিচিতি
লেখক: রোকনুজ্জামান রিপন
ধরণ: সায়েন্স ফিকশন, ক্রাইম থ্রিলার
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
প্রকাশক: বইবন পাবলিকেশ
পরিবেশক:র‍্যামন পাবলিশার্স।
আইএসবিএন: 978-984-95755-8-0
মূল্য:২৫০ টাকা / ১০.০০ মার্কিন ডলার
কাহিনির সংক্ষিপ্ত বিবরণ

১ম গল্প, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষেরা বুদ্ধি করে ১০০ জোড়া মানব মানবি এবং দশ হাজার মানব ভ্রুনকে একটা স্পেসশিপে উঠিয়ে পাঠিয়ে দিল মহাকাশে। তারা খুঁজবে একটি নতুন পৃথিবী। নতুন পৃথিবীর দেখা পেলে তারা তৈরি করবে আবার মানব বসতি। পৃথিবীবাসীরা সেই স্পেসশিপের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রবল বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল। তাদের চোখ ভর্তি আশা আর বেদনার জল।
কিন্তু লমহর্ষক কাহিনীর মধ্য দিয়ে একে একে ১৯৮ জন কে মেরে ফেলল এক অজানা শক্তি। সমস্ত মহাবিশ্ব এখন দুজন মানুষ। তারা কি পারবে মানুষের অস্তিত্ব রক্ষা করতে।

শেষ গল্পটা একটা ক্রাইম থ্রিলার। যার মধ্যে প্রেম বিশ্বাস ঘাতকতা,খুন এবং সমান্তরাল পৃথিবীতে চলে যাওয়ার একটা দূরদান্ত গল্প বলা হয়েছে।

যদিও এটা একটা সাইন্সফেকশনের বই কিন্তু এই গল্পটার ভিতরে প্রেম ক্রাইম থ্রিলার এবং বিশ্বাসঘাতকতার একটা দারুন কমবিনেশন দেখানো হয়েছে সাথে তো সাইন্স ফ্রিকশন আছেই। এখন একটু মজার কথা বলি।
প্রতম গল্পে একটা কবিতা আছে-

আমাতে রহিলো সে এমন ও আলোয়
মিলিলো যেখানে প্রেম সকল ভালোয়।
তোমারে চাহিতে প্রেম যেমন কাঁদে,
মালতি সুখেও তেমন ঘর না বাঁধে।
কেমন সে উষা বলো জাগে রোজ সুখে
ভাসিলো যেমন তরি খরতার বুকে।
লোহিত রক্তে সে যে এমনো গভীর
বালিকার চোখ ভরা বরশার নির।
সিপাই রহিলো জেগে দেখে ঐ চোখ,
ও যেন কেবলি একা আমারিই হোক।
কহিলো ললনা ফের আঁখি করে আলো
ন্যায়ত সে হোক মোর,যে বেসেছে ভালো।

কবিতাটার বিশেষত্ব হলো,প্রতি লাইনের প্রথম বর্ণ নিলে একটা চিরকুট তৈরি হবে,"আমি তোমাকে ভালোবাসি ও কন্যা।"
এই বইয়ের প্রথম গল্প অস্তিত্বের চার নং পরিচ্ছদটার প্রতিটি বাক্যের প্রথম বর্ণ নিলেই তৈরি হবে আরো একটা চিঠি।তাই যারা খানিকটা সাহসী তারা সাহস করে প্রিয়জনকে এই বইটা উপহার দিতে পারেন।মনের কথা একটা লুকানো চিঠি হয়ে চলে যাবে তার কাছে

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন